রাজ-থ্রি: প্রাক্তন বান্ধবীর সঙ্গে সম্পর্ক পতনের গল্প বলবেন বিক্রম ভট

"জিসম টু"-এর সাফল্যের সেলিব্রেশনের ব্যস্ততা এখনো শেষ হয়নি। ইতিমধ্যেই ভট ক্যাম্পে "রাজ থ্রি" নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে। ছবির পরিচালনায় বিক্রম ভট। বলিউডে গুঞ্জন, তাঁরই জীবনের কিছু ঘটনার উপর ভিত্তি করে ছবিটি তৈরি হয়েছে। ফিল্মটি যুগ্মভাবে প্রযোজনা করছেন মহেশ ভট ও মুকেশ ভট।

Updated By: Aug 6, 2012, 09:00 PM IST

"জিসম টু"-এর সাফল্যের সেলিব্রেশনের ব্যস্ততা এখনো শেষ হয়নি। ইতিমধ্যেই ভট ক্যাম্পে "রাজ থ্রি" নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে। ছবির পরিচালনায় বিক্রম ভট। বলিউডে গুঞ্জন, তাঁরই জীবনের কিছু ঘটনার উপর ভিত্তি করে ছবিটি তৈরি হয়েছে। ফিল্মটি যুগ্মভাবে প্রযোজনা করছেন মহেশ ভট ও মুকেশ ভট।
"রাজ থ্রি"-এর `ফার্স্ট লুক` লঞ্চ করার সময় মহেশ জানান, বলিউড ইন্ডাস্ট্রিরই তিন জনের জীবন অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে। সিনেমাটির প্রধান চরিত্রে রয়েছেন বিপাশা বসু, ইমরান হাসমি ও ঈশা গুপ্তা। ছবির মুখ্য বিষয় হল, বিপাশা বসুর খাদের ধারে দাঁড়িয়ে থাকা কেরিয়র, লেখক শাগুফতা রাফিকের জীবনে হঠাৎ এমন কিছু লোকের আবির্ভাব যাঁরা ডার্ক ম্যাজিক দিয়ে মানুষের ক্ষতি করে এবং একজন নায়িকা, যিনি কেরিয়রের সিঁড়ি চড়তে পরিচালক বিক্রম ভটকে ব্যবহার করেছেন।
পরে মহেশ ভট এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জানান বলেন, বিক্রম ভটকে যে নায়িকা পেশাদারী মই চড়তে ব্যবহার করেছিলেন তিনি আর কেউই নন, স্বয়ং আমিশা প্যাটেল। ২০০২-এ "আপ মুঝে আচ্ছে লাগনে লাগে"-এর সেটে বিক্রমের সঙ্গে আমিশার আলাপ। বেশ কিছুদিন `বি-টাউনে` এই দুজনকে একসঙ্গে ডেট করতে দেখা যায়। এমন কী তাঁদের বিয়ের করার সম্ভবনার কথাও কানাঘুষো শনা যেতে থাকে। কিন্তু ২০০৮-এ এই দম্পতির ব্রেক-আপ হয়ে যায়।
মনে করা হচ্ছে `রাজ-থ্রি` মাধ্যমে তিনি তাঁর প্রতিহিংসাকে উগড়ে দিয়েছেন।

.