উইসকনসিন কাণ্ডের প্রতিবাদে সোচ্চার বলিউড

আমেরিকার উইসকনসিনের ধর্মস্থানে গুলি চলার ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছে বলিউড। অমিতাভ বচ্চন, শাবানা আজমি সহ বেশ কিছু বলিউড তারকারা টুইটারে এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Updated By: Aug 6, 2012, 05:17 PM IST

আমেরিকার উইসকনসিনের ধর্মস্থানে গুলি চলার ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছে বলিউড। অমিতাভ বচ্চন, শাবানা আজমি সহ বেশ কিছু বলিউড তারকারা টুইটারে এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উইসকনসিনের ওক ক্রিকে রবিবার স্থানীয় সময়ে সকাল ১১টায় এক ধর্মস্থানে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় আততায়ী সহ সাত জনের মৃত্যু হয়েছে।
আমিতাভ বচ্চন: `কী হচ্ছে আমেরিকাতে? আবার নির্দোষদের উপর গুলি চলল! তাও আবার ধর্মস্থানে। দুঃখ প্রকাশের ভাষা নেই। ঘটনায় প্রভাবিত মানুষদের জন্য প্রার্থনা করি।`
অনুপম খের: `আমেরিকায় নির্দোষদের উপর এই আক্রমণ অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং ভীরু মনষ্কতার পরিচয়। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।`
শাবানা আজমি: `উইসকনসিনে ধর্মস্থানে নির্দোষ প্রাণহাণির ঘটনার তীব্র নিন্দা করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। কবে এই উন্মত্ত আচরণ বন্ধ হবে? সকলের উচিৎ এই ধর্মস্থানে আক্রমণের প্রতিবাদ করা। এ ধরণের আক্রমণ ধর্মাচরণের স্বাধীনতার ভিত্তিকেই আক্রমণ করে।`

.