আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় ব্রোঞ্চ জিতলেন মাধবনের ছেলে বেদান্ত

আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় ব্রোঞ্চ জিতলেন অভিনেতা আর মাধবনের ছেলে বেদান্ত মাধবন। থাইল্যান্ডে আয়োজিত এই সাঁতার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে বেদান্ত। ছেলের এই সাফল্যে উচ্ছ্বাসিত অভিনেতা আর মাধবন। সোশ্যাল সাইটে পোস্ট করেছেন ছবি।

Updated By: Apr 10, 2018, 08:21 PM IST
আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় ব্রোঞ্চ জিতলেন মাধবনের ছেলে বেদান্ত

নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় ব্রোঞ্চ জিতলেন অভিনেতা আর মাধবনের ছেলে বেদান্ত মাধবন। থাইল্যান্ডে আয়োজিত এই সাঁতার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে বেদান্ত। ছেলের এই সাফল্যে উচ্ছ্বাসিত অভিনেতা আর মাধবন। সোশ্যাল সাইটে পোস্ট করেছেন ছবি।

 

 

এদিকে গোল্ড-কোস্ট কমনওয়েলথ গেমসে ভারতের জেতা ১১টি সোনায় যখন সকলে উচ্ছ্বসিত, তখন ভারতীয় দর্শকদের মুখে হাসি ফোটাল বেদান্ত মাধবনের ব্রোঞ্চ জেতার খবর। প্রসঙ্গত, বছর ১২র বেদান্তের এটাই প্রথম আন্তর্জাতিক পদক। থাইল্যান্ডে আয়োজিত এই সাঁতার প্রতিযোগিতায় গ্রুপ থ্রি-(১২থেকে ১৩ বছর পর্যন্ত) এ নাম দিয়েছিল বেদান্ত।  প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় অ্যাসামশান ইউনির্ভাসিটি সুইমিং পুল-এ। যেখানে তৃতীয় স্থান অধিকার করে বেদান্ত।

এদিকে বেদান্তের সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।

.