সাইনা নেওয়ালের পর এবার পিভি সিন্ধুর বায়োপিক বানাচ্ছেন সোনু সুদ

মাত্র কয়েকদিন আগেই জানা গিয়েছে যে, এবার ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়ালের বায়োপিক তৈরি হবে। আর সেই বায়োপিকে সাইনা নেওয়ালের চরিত্রে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। এরই মধ্যে ফের আরেক ব্যাডমিন্টন তারকাকে নিয়ে বায়োপিক তৈরির ভাবনা। কাজও এগিয়েছে অনেকটা। তিনি পিভি সিন্ধু। রিওতে সিন্ধু প্রথম ভারতীয় হিসেবে ব্যাডমিন্টনে অলিম্পিকের মঞ্চ থেকে রুপোর পদক জিতেছেন। সেই পিভি সিন্ধুকে নিয়ে এবার বায়োপিক বানানোর পরিকল্পনা বলিউড অভিনেতা এবং প্রোডিউসার সোনু সুদের। তিনি নিজেই জানিয়েছেন এমন কথা। সোনু সুদ একটি সাক্ষাত্‍কারে বলেছেন, 'পিভি সিন্ধুর বায়োপিক বানালে সেটা দুর্দান্ত হবে। এটা এমন এক ভারতীয় নারীর গল্প, যে কোটি কোটি ভারতীয়র স্বপ্নকে বাস্তব করে দেখিয়েছে। তাঁদের নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে। সিন্ধুর এই সফরটা সকলের জানা উচিত। তাতে অনেক মানুষ জীবনে প্রেরণা পাবে।'

Updated By: May 1, 2017, 02:40 PM IST
 সাইনা নেওয়ালের পর এবার পিভি সিন্ধুর বায়োপিক বানাচ্ছেন সোনু সুদ

ওয়েব ডেস্ক: মাত্র কয়েকদিন আগেই জানা গিয়েছে যে, এবার ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়ালের বায়োপিক তৈরি হবে। আর সেই বায়োপিকে সাইনা নেওয়ালের চরিত্রে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। এরই মধ্যে ফের আরেক ব্যাডমিন্টন তারকাকে নিয়ে বায়োপিক তৈরির ভাবনা। কাজও এগিয়েছে অনেকটা। তিনি পিভি সিন্ধু। রিওতে সিন্ধু প্রথম ভারতীয় হিসেবে ব্যাডমিন্টনে অলিম্পিকের মঞ্চ থেকে রুপোর পদক জিতেছেন। সেই পিভি সিন্ধুকে নিয়ে এবার বায়োপিক বানানোর পরিকল্পনা বলিউড অভিনেতা এবং প্রোডিউসার সোনু সুদের। তিনি নিজেই জানিয়েছেন এমন কথা। সোনু সুদ একটি সাক্ষাত্‍কারে বলেছেন, 'পিভি সিন্ধুর বায়োপিক বানালে সেটা দুর্দান্ত হবে। এটা এমন এক ভারতীয় নারীর গল্প, যে কোটি কোটি ভারতীয়র স্বপ্নকে বাস্তব করে দেখিয়েছে। তাঁদের নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে। সিন্ধুর এই সফরটা সকলের জানা উচিত। তাতে অনেক মানুষ জীবনে প্রেরণা পাবে।'

আরও পড়ুন বাহুবলী ২ এত রেকর্ড করেও হেরে গেল শাহরুখ খানের কাছে

এই কথা শোনার পর স্বয়ং পিভি সিন্ধু বলেছেন, 'সোনু সুদ আমাকে নিয়ে বায়োপিক বানাবেন ভেবে খুবই সম্মানিত বোধ করছি। গত আট মাস ধরে তাঁদের টিম আমার উপর অনেক রিসার্চ ওয়ার্ক করেছে। আশা করি খুব ভালো হবে।' কিন্তু সাইনার চিত্রে যেমন অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর, তেমন পিভি সিন্ধুর চরিত্রে অভিনয় করবেন কে? সেটা অবশ্য এখনও জানা যায়নি। আপনাদের কী মনে হয়? পিভি সিন্ধুর চরিত্রে পর্দায় কাকে ভাল মানাবে?

আরও পড়ুন  দুর্ঘটনার সময় সম্ভবত ঘুমিয়ে ছিলেন মডেল সনিকা, ধারণা পুলিসের

.