কাঁচাপাকা চুল, টাকও দৃশ্যমান, দাড়িতেও পাক ধরেছে, এ কেমন চেহারা Prosenjit-র!

 এক লহমায় বয়সটা যেন অনেকটা বেড়ে গিয়েছে তাঁর। হঠাৎ কী এমন হল!

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Sep 11, 2021, 06:59 PM IST
কাঁচাপাকা চুল, টাকও দৃশ্যমান, দাড়িতেও পাক ধরেছে, এ কেমন চেহারা Prosenjit-র!

নিজস্ব প্রতিবেদন : পরনে সুতির পাঞ্জাবি, মাথায় কাঁচাপাকা চুল, দাড়িতেও পাক ধরেছে। সিঁথির ফাঁক দিয়ে টাক দেখা যাচ্ছে। চোখে মোটা ফ্রেমের চশমা, চেহারায় বয়সের ছাপ বেশ স্পষ্ট। স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। শনিবার এভাবেই ধরা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। এক লহমায় বয়সটা যেন অনেকটা বেড়ে গিয়েছে তাঁর। হঠাৎ কী এমন হল!

নাহ , বাস্তবে নয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই লুক অতনু ঘোষের (Atanu Ghosh) ছবি 'শেষ পাতা'র সৌজন্যে। 'ময়ূরাক্ষী', 'রবিবার'-এর পর ফের একবার অতনু ঘোষের সঙ্গে ফের একবার জুটি বেঁধেছেন প্রসেনজিৎ। শনিবার নিজের ছবির কেন্দ্রীয় চরিত্রদের লুক সামনে আনলেন পরিচালক। তবে শুধু প্রসেনজিৎ নন, এই ছবিতে বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee), গার্গী রায়চৌধুরী (Gargi Roychowdhury), রায়তী ভট্টাচার্যের (Rayati Bhattacharya) লুকও সামনে এসেছে। 

আরও পড়ুন-ছেলের জন্মের শংসাপত্রে শুধু মায়ের নাম রাখতে কী করণীয়? খোঁজ নিতে পুরসভায় Nusrat-Yash

ছবিতে ৯-এর দশকে ষাটোর্দ্ধ লেখক 'বাল্মিকী'র ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)কে। অন্যদিকে বছর ত্রিশের 'সৌনক'-এর ভূমিকায় থাকছেন বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee)।  আর মাঝবয়সী মহিলা 'মেধা'র ভূমিকায় গার্গী রায়চৌধুরী (Gargi Roychowdhury) এবং চিত্রশিল্পী দীপার ভূমিকায় দেখা যাবে রায়তী ভট্টাচার্যের (Rayati Bhattacharya)কে। কীভাবে এই চার চরিত্রের যাত্রাপথ মিলে যাবে, একে অপরের পরিপূরক হয়ে উঠবে, সেই গল্পই উঠে আসবে 'শেষ পাতা'য়। জানা যাচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর ছবির শ্যুটিংয়ে যোগ দেবেন প্রসেনজিৎ। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.