এটি কোন ছবির দৃশ্য? ছবি পোস্ট করে অনুরাগীদের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন Prosenjit

এটি কোন ছবির দৃশ্য, সেটিই অনুরাগীদের কাছে প্রশ্ন করেছেন 'সুপারস্টার'। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 10, 2021, 05:40 PM IST
এটি কোন ছবির দৃশ্য? ছবি পোস্ট করে অনুরাগীদের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন Prosenjit

নিজস্ব প্রতিবেদন : ছোট্ট 'বুম্বা', শনিবার ছোটবেলার একটি ছবি শেয়ার করে নস্টালজিক অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত একটি সিনেমার দৃশ্য। আর সেটি কোন ছবির দৃশ্য, অনুরাগীদের কাছে প্রশ্ন করেছেন 'সুপারস্টার'। 

ইনস্টাগ্রামে ছবিটির ক্যাপশানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনুরাগীদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, ''এটি একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, আপনারা কী বলতে পারবেন এই ছবিটি কোন সিনেমার?'' সঠিক উত্তর দিলে ৪ জন লাকি বিজেতার জন্য নববর্ষে থাকতে সারপ্রাইজ গিফট।

আরও পড়ুন-'ওম-তোড়া'র পরিবারে নতুন অতিথি, সন্তানের ছবি সামনে আনলেন রাজা-মধুবনী

অনেক অনুরাগীই অভিনেতার প্রশ্নের উত্তরে লিখেছেন, এটি 'ছোট্ট জিজ্ঞাসা' সিনেমার দৃশ্য। তবে তাঁরা সঠিক উত্তর দিয়েছেন কিনা, তা কিছুদিন পরেই  প্রকাশ্যে আনবেন প্রসেনজিৎ।

প্রসঙ্গত, ১৯৬৮ সালে বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত ছবিতেই প্রথম শিশুশিল্পী হিসাবে আত্নপ্রকাশ করেন প্রসেনজিৎ। তবে শনিবার তাঁর শেয়ার করা ছবিটি সেই ছবির দৃশ্য কিনা তা এখনও জানাননি অভিনেতা। 

আরও পড়ুন-স্কুলের প্রতিযোগিতায় পুরস্কার জিতল ছোট্ট আইরা, মেয়ের সাফল্যে গর্বিত সৃজিত-মিথিলা

.