স্নানের পোশাকে নিক-প্রিয়াঙ্কা, ভাইরাল সেলেব দম্পতির ভিডিয়ো

নিক-প্রিয়াঙ্কার নতুন ভিডিয়ো নিয়ে চর্চা শুরু হয়েছে 

Edited By: জয়িতা বসু | Updated By: Jan 24, 2020, 11:20 AM IST
স্নানের পোশাকে নিক-প্রিয়াঙ্কা, ভাইরাল সেলেব দম্পতির ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার উষ্ণ রসায়ন প্রকাশ্যে আসার পর থেকেই জোর শোরগোল শুরু হয়েছে (Bollywood)বলিউড এবং হলিউড জুড়ে। জোনাস ব্রাদার্স-এর নতুন অ্যালবামে যেখানে নিক-প্রিয়াঙ্কার রসায়ন সবার নজর কেড়েছে, তা পিগির উন্নতিতে আরও একটি নতুন পালক যোগ করল বলে মনে করছেন ভক্তরা। 
জোনাস ব্রাদার্স-এর এই নতুন ভিডিয়ো-তে স্নানের পোশাকে দেখা যাচ্ছে (Nick Jonas) নিক জোনাসকে।  মার্কিন পপ তারকা স্বামীর সঙ্গে পাল্লা দিয়ে উষ্ণ অবতারে দেখা দিয়েছেন (Priyanka Chopra) প্রিয়াঙ্কা চোপড়াও।  দুজনের উষ্ণতা যখন প্রকাশ্যে আসে, তা দেখে প্রিয়াঙ্কা এবং নিকের ভক্তরা বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েন। 
দেখুন...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

২০১৮ সালের ডিসেম্বর নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা চোপড়া।  রাজস্থানের উমেদ ভবনে বসে প্রিয়াঙ্কা এবং নিকের বিয়ের আসর। হাই প্রোফাল বিয়ের পর পরপর ৩বার দিল্লি এবং মুম্বইতে বসে তাঁদের রিসেপশন।  বিয়ে এবং রিসেপশনের পর নিকের সঙ্গে (US) মার্কিন মুলুকে উড়ে যান পিগি। বিয়ের পর দ্য স্কাই ইস পিঙ্ক দিয়ে বলিউডে ফের কামব্যাক করেন প্রিয়াঙ্কা। পরিচালক সোনালি বোসের সিনেমা দ্য স্কাই ইস পিঙ্ক-এর পর বর্তমানে হোয়াইট টাইগারের শ্যুটিং শুরু করেছেন প্রিয়াঙ্কা। এসবের মাঝেই প্রিয়াঙ্কা সময় দিচ্ছেন জোনাস ব্রাদার্স-এর অ্যালবামের জন্যও। 

.