Bappi Lahiri Passed Away: সব প্রজন্মের মানুষ তার কাজের সঙ্গে একাত্ম হতে পারে, টুইট Modi-র

কোভিড পরবর্তী সময়ে তাঁর গলা আর আগের মত না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি

Updated By: Feb 16, 2022, 12:26 PM IST
Bappi Lahiri Passed Away: সব প্রজন্মের মানুষ তার কাজের সঙ্গে একাত্ম হতে পারে, টুইট Modi-র
ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri) প্রয়াণে শোকের ছায়া গোটা দেশে। দেশের সাধারন মানুষ থকে শুরু করে করে সেলিব্রিটি সকলেই শোকপ্রকাশ করেছেন এই ঘটনায়।

আরও পড়ুন: Bappi Lahiri Passed Away: কেন সোনার গয়না পছন্দ করতেন বাপ্পি লাহিড়ি?

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-এর (Amit Shah) পরে এবার টুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। টুইটে তিনি লিখেছেন, "শ্রী বাপ্পি লাহিড়ি জির সঙ্গীত ছিল সব কিছু জুড়ে, সুন্দরভাবে বিভিন্ন আবেগ প্রকাশ পেত। সব প্রজন্মের মানুষ তার কাজের সঙ্গে একাত্ম হতে পারে। তার প্রাণবন্ত আচরণ সবাই মিস করবে। তার মৃত্যুতে শোকাহত। তার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি।" 

 

বাপ্পি লাহিড়ির জন্ম ১৯৫২ সালে পশ্চিমবঙ্গে। বাবা মা দুজনেই ছিলেন সঙ্গীত জগতের মানুষ। কোভিড পরবর্তী সময়ে তাঁর গলা আর আগের মত না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। মাত্র ৬৯ বছর বয়েসে বাপ্পি লাহিড়ির মত একজন মানুষের মৃত্যু কার্যত কেউই মেনে নিতে পারছেন না। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.