দেখুন সলমনকে নিয়ে কী হচ্ছে কানপুরে
ওয়েব ডেস্ক: জয় সুলতান, জয় সুলতান। কানপুরে কচিকাচাদের স্লোগান এখন এটাই। সামনে সুলতানের ছবি। সুলতানের রূপে পূজিত হচ্ছেন সলমন খান। বলিউড তারকা সলমন খান কুস্তির আখড়ায় হঠাৎ ভগবানের স্থানে! আরতি চলছে, নাম যপ হচ্ছে, বাজছে ঘণ্টা। কুস্তির আখড়ায় এইধরনের পূজায় পূজিত হন বজরঙ্গ বলি (জয় শ্রী হনুমান)। ছবিটা হঠাৎ করে বদলে গিয়েছে কানপুরে। ৩০০০ হাজার বছর প্রাচীন কুস্তির আইকন এখন সলমন খান। পোস্টার বয় সলমন আগেও ছিলেন, আছেন এখনও, কিন্তু 'ঈশ্বরের স্থান' দখল সুলতানের সৌজন্যেই।
WATCH: Pehalwans of Chandu Akhara (Kanpur) offer prayers to Salman Khan, say movie 'Sultan' inspired them to workouthttps://t.co/PPwLX4GEwo
— ANI (@ANI_news) August 1, 2016
কুস্তিগিররা বলছেন ভারতের এই প্রাচীন খেলায় আরও উৎসাহ যোগাচ্ছে সুলতান। নতুনরা সুলতান দেখেই কুস্তিতে মন দিচ্ছে।