অসুস্থ কবি শঙ্খ ঘোষ, ভর্তি করা হল হাসপাতালে
শ্বাসনালীতে সংক্রমণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
নিজস্ব প্রতিবেদন: অসুস্থ খ্যাতনামা কবি শঙ্খ ঘোষ (Shankha Ghosh)। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পার্কিনসন রোগে আক্রান্ত বর্ষীয়ান কবি। পাশাপাশি শ্বাসনালীতে সংক্রমণও রয়েছে বলে জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে হঠাৎই অসুস্থবোধ করেন কবি শঙ্খ ঘোষ। শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। সেকারণেই দুপুর ১২.১৫ নাগাদ বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয় শঙ্খ ঘোষকে। পার্কিনসন, শ্বাসকষ্টের সমস্যা ছাড়াও মূত্রনালীতেও সংক্রমণ রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। মেডিসিন স্পেশালিস্ট চিকিৎসক CK মাইতির তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি। কবির বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। বর্তমানে শঙ্খ ঘোষের বয়স ৮৭ বছর। তবে চিকিৎসকরা চিন্তার কোনও কারণ নেই। শঙ্খ ঘোষের অবস্থা স্থিতিশীল।
প্রসঙ্গত, নিজের সাহিত্য কর্মের জন্য একাধিক পুরস্কারের পুরস্কৃত হয়েছেন কবি। জ্ঞানপীঠ, সাহিত্য অকাদেমী, রবীন্দ্র পুরস্কার, দেশিকোত্তম (বিশ্বভারতীর তরফে দেওয়া হয়) সহ একাধিক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন কবি শঙ্খ ঘোষ। ২০১১ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হন কবি।