৩১-এর বর্ষশেষের পার্টিতে বলিউডের এই গানগুলো অবশ্যই বাজবে
কি তৈরি তো! পার্টি শুরু হল বলে। আচ্ছা নিন আপনাকে পার্টির গানের সারপ্রাইজটা একটু আগেই বলে দিলাম। বর্ষশেষের পার্টিতে বাজাতে চলা এমন ২০টা গান। নিন প্লে লিস্টের দিকে একবার চোখ বুলিয়ে নিন--
২০) ডিজে ওয়ালা বাবু মেরে গানা চালা দো- গানটা সারা বছর ফাটিয়ে চলল। একেবারে ফাটিয়ে নাচার গান। পার্টির শুরুতে বাজবে, গা গরমের পক্ষে যথেষ্ট
১৯) তুমে আপনা বানানা কী কসম (হেট স্টোরি থ্রি)...ওরে বাবা, ঠান্ডার মাঝে একেবার গরম বাতাস। শুনলেই পুরনো গানটার কথা মনে পড়বে। পার্টির মধ্যে উষ্ণতা আনবে।
১৮) সূরজ ডুবা হ্যায় (রয়)- বছরের অন্যতম বড় হিট গান। সূর্য ডুবে পার্টি শুরু হলে আরও জমে যাবে।
১৭) চিটিয়া কালাইয়াঁ রে...(রয়)-- কনিকা কাপুরের গান, জ্যাকলিন ফার্নান্ডেজের মিষ্টি হাসি আর কোমর দোলানো। এই গান পার্টিতে না জমে যায় কোথায়
১৬) আভি তো পার্টি শুরু হুয়া হ্যায় (খুবসুরত)-- গানটার কথাতেই পরিষ্কার পার্টি সবে শুরু হল।
১৫) সেলফি লে লে রে (বজরঙ্গি ভাইজান)-- ভাইজান আর সেলফি। বছরভর দুটো দারুণ চলল। তাহলে গানটা তো চলবেই।
১৪) গেরুয়া (দিলওয়ালে)-- ভালবাসার নতুন রঙ। শাহরুখ-কাজল জুটি। অমিতাভ-অরিজিত্ কম্বিনেশন। এই গানের সুর পার্টির মাঝে তার কথা মনে পড়াবে। পার্টিতে সে থাকলে আড়চোখে অবশ্যই চোখ যাবে।
১৩) বালাম পিচকারি (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি)-- রণবীর যেভাবে দীপিকাকে প্যাশানেটলি রঙ মাখিয়ে ছিলেন, সেভাবেই এই গান পার্টির মাঝে আপনাকে রঙ লাগিয়ে যাবে।
১২) চার বোতল ভোদকা (রাগিনি এমএমএস টু)-- গানের কথাগুলোয় যথেষ্ট। পার্টি মানে পানীয়। আর পানীয় মানে একটু পাটা নড়াচড়া। এবার আপনি সুরে বাজছেন...
১১) বেবি ডল (রাগিনি এমএমএস টু)-সানি লিওনের ট্রেডমার্ক নাচ। আর কী চাই... সানি ডেসে আপনি মত্ত।
১০) হুকা বার (খিলাড়ি ৭৮৬)- একেবারে পার্টির গান। ঘরে বসেই বারের স্বাদ। আর বারে বসে নেশার স্বাদ। সব একাকার।
৯) বেশরমি কি নাইট (ম্যায় তেরা হিরো)-- এটাও সেই গানের কথাই সব বলে দেয়। বাকিটা বলে আর লজ্জা দিলাম না।
৮) হ্যাঙওভার, জুম্মি কি রাত (কিক)-- আরে এখনই হ্যাঙওভার নিয়ে ভেবে লাভ নেই। তবে গানটা ভাল করে শুনলে বুঝবেন এটা হল প্রেমের হ্যাংওভার। থাকলে ভাল, না থাকলে আরও ভাল
৭) ডান্স বাসন্তি (উঙ্গলি)-- সেই শোলের বাসন্তি। অনেকটা আধুনিক হয়ে।
৬) আটা মাঝি সাটাককলি (সিংহম রিটার্নস)--পার্টির গান
৫) কলার টিউন (হামসকলস)-- পা দুলবেই
৪) লাট লাগ গায়ি, পার্টি অন মাই মাইন্ড (রেস টু)-- গানটা বাজলে নাচতে ইচ্ছা করবেই।
৩) শাড়ি কা ফল সা (আর রাজকুমার)--নাচতে হবেই।
২) চিকনি চামেলি (অগ্নিপথ)-- এক রাশ গরম বাতাস। এবার পার্টি জমে গিয়েছে।
১) সানি সানি (ইয়ারিঁয়া)-- আর সবার আগে সানি সানি...