দু'দিনেই ৫৬ কোটির ব্যবসা 'পদ্মাবত'-এর
'পদ্মাবত' বানিজ্য বিশ্লেষকরা (ট্রেড অ্যানালিস্ট) বলেছিলেন ৪ দিনেই ১০০ কোটির ব্যবসা ছাড়াবে বনশালির এই সিনেমা। তাঁদের সেই ভবিষ্যৎবাণীই সত্যি করার পথে এগোচ্ছে 'পদ্মাবত'। রাজস্থান, গুজরাট, বিহার, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে 'পদ্মাবত'-এর প্রদর্শন বন্ধ থাকার পরও বক্স অফিসে ভালোই ব্যবসা দিচ্ছে সিনেমাটি।
নিজস্ব প্রতিবেদন: 'পদ্মাবত' বানিজ্য বিশ্লেষকরা (ট্রেড অ্যানালিস্ট) বলেছিলেন ৪ দিনেই ১০০ কোটির ব্যবসা ছাড়াবে বনশালির এই সিনেমা। তাঁদের সেই ভবিষ্যৎবাণীই সত্যি করার পথে এগোচ্ছে 'পদ্মাবত'। রাজস্থান, গুজরাট, বিহার, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে 'পদ্মাবত'-এর প্রদর্শন বন্ধ থাকার পরও বক্স অফিসে ভালোই ব্যবসা দিচ্ছে সিনেমাটি।
জানা যাচ্ছে, প্রথম দিনে ২৪ কোটি ও দ্বিতীয় দিন অর্থাৎ ২৬ জানুয়ারির দিন ৩২ কোটির ব্যবসা করেছে দীপিকা-রণবীর-শাহিদের এই সিনেমাটি। মানে সব মিলিয়ে দাঁড়াচ্ছে ৫৬ কোটি।মনে করা হচ্ছে বাকি ৪টি রাজ্যে সিনেমাটি মুক্তি পেলে এটি ৭০ কোটিরও বেশি ব্যবসা ছাড়াত। ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ নিজেই টুইট করে এই বিষয়টি জানিয়েছেন, এবং এজন্য সিনেমাটির প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি।
#Padmaavat has a HUMONGOUS Day 2... Had it been a smooth release [some states are not screening the film], the all-India biz would’ve touched ₹ 40 cr... Wed 5 cr, Thu 19 cr, Fri 32 cr. Total: ₹ 56 cr. India biz… SUPERB!
— taran adarsh (@taran_adarsh) January 27, 2018
প্রসঙ্গত বনশালির 'পদ্মাবত'-এর বাজেট ১৮০ কোটি টাকা। পরে অবশ্য ফিল্মটির থ্রিডি ও আইম্যাক্স ফরম্যাট বানাতে আরও ২০ কোটি টাকা খরচ করেছেন নির্মাতারা। বানিজ্য বিশ্লেষকদের (ট্রেড অ্যানালিস্ট) মতে আগামী ১২-১৫ দিনের মধ্যেই সিনেমার পুরো খরচ উঠে আসবে এবং সিনেমাটি লাভ করতে শুরু করবে। এই সিনেমাটির যৌথ প্রযোজনা করেছে সঞ্জয়লীলা বনশালির প্রযোজনা সংস্থা ও ভায়াকম ১৮। এটি তামিল, তেলেগু ও হিন্দি এই তিনটি ভাষায় মুক্তি পেয়েছে।
আরও পড়ুন- শাহিদ, রণবীর নয়, শাহরুখই ছিলেন বনশালির প্রথম পছন্দ