বাংলাদেশের পরিচালক ফারুকীর 'নো ল্যান্ড'স ম্যান'-এ আর রহমান, থাকছেন নওয়াজউদ্দিন
ভারত-বাংলাদেশ ও ইউনাইটেড স্টেটস, এই তিনটি দেশের প্রযোজনায় তৈরি হচ্ছে ফারুকীর 'No Lands Man'।
নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ছবি 'নো ল্যান্ড'স ম্যান' (No Lands Man) সঙ্গীত পরিচালনা করবেন অস্কার ও গ্র্যামি পুরস্কার জয়ী এ আর রহমান (A R Rahaman)। তবে শুধু সঙ্গীত পরিচালক হিসাবেই নয়, ছবিতে সহ প্রযোজক হিসাবেও থাকছেন এ আর রহমান। ভারত-বাংলাদেশ ও ইউনাইটেড স্টেটস, এই তিনটি দেশের প্রযোজনায় তৈরি হচ্ছে ফারুকীর 'No Lands Man'।
Variety-তে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, পরিচালক ফারুকী জানিয়েছেন, ''ছবির গল্পে দেখা যাবে আমেরিকাতে যাওয়ার পর দক্ষিণ এশিয়ার এক বাসিন্দার সঙ্গে অস্ট্রেলিয়ান এক মহিলার দেখা হওয়ার পর তাঁর জীবন কীভাবে জটিল হয়ে ওঠে।''
আরও পড়ুন-গ্রিন ইন্ডিয়া চ্যালেঞ্জ : ১ হাজার একর জঙ্গল দত্তক নিলেন 'বাহুবলী' প্রভাস
ছবি প্রসঙ্গে এ আর রহমান জানিয়েছেন, ''সময় সবসময়ই নতুন একটি পৃথিবী, নতুন পরিকল্পনার জন্ম দেয়। এক নবজাতকের বিশ্বকে বলার জন্য নতন গল্প, নতুন চ্যালেঞ্জ থাকে।''
ফারুকীর 'No Lands Man' অভিনয় করতে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকি-কে। এই ছবিতে অভিনয়ের সঙ্গে সহ প্রযোজকের ভূমিকাতেও রয়েছেন তিনি। ছবিতে অভিনয় করছেন অস্ট্রেলিয়ান অভিনেতা মেগান মিশেল। এছাড়াও থাকছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক, অভিনেতা তাহসান রহমান খান। জানা যাচ্ছে, ছবিটি ভারত, বাংলাদেশ ও আমেরিকাতে শ্যুট করা হয়েছে। ছবির মূল ভাষা ইংরাজি। তবে সঙ্গে হিন্দি ও উর্দুও রয়েছে। প্রসঙ্গত এর আগে বলিউড অভিনেতা ইরফান খান-কে নিয়ে 'ডুব' বানিয়েছিলেন ফারুকী।