Oscar মনোনয়ন ঘোষণা Priyanka-র, ঠাঁই পেল অভিনেত্রীর ছবি 'The White Tiger'-ও

আগামী ২৫ এপ্রিল চলতি বছরের অস্কার-জয়ীদের নাম ঘোষণা করা হবে।      

Updated By: Mar 15, 2021, 09:20 PM IST
Oscar মনোনয়ন ঘোষণা Priyanka-র, ঠাঁই পেল অভিনেত্রীর ছবি 'The White Tiger'-ও

নিজস্ব প্রতিবেদন: অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মনোনীতদের তালিকা প্রকাশ হল। Oscars.com-র গ্লোবাল স্ট্রিমের মাধ্যমে ঘোষণা করলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas) ও নিক জোনাস (Nick Jonas)। ইনস্টাগ্রামে আগাম তা জানিয়েছিলেন তাঁরা। আগামী ২৫ এপ্রিল চলতি বছরের অস্কার-জয়ীদের নাম ঘোষণা করা হবে।      

অস্কারে সেরা চিত্রনাট্যের তালিকায় মনোনয়ন পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত 'দ্য হোয়াইট টাইগার।' অরবিন্দ অজিগার ম্যান বুকার প্রাইজ জয়ী উপন্যাস থেকে নেওয়া হয়েছে ছবির গল্প। দ্য হোয়াইট টাইগারে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন প্রিয়াঙ্কা। তিনি ছাড়াও ছবিতে রয়েছেন রাজকুমার রাও ও আদর্শ গৌরব। 

সিনেমার বিভিন্ন ক্ষেত্রে সেরা ব্যক্তিত্বদের জন্য অস্কার পুরস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই পুরস্কারের মনোনীতদের তালিকা ঘোষণা করলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas)। এটা অনেক বড় ব্যাপার বলেই মনে করছেন সিনেপ্রেমীরা।

অস্কারে মনোনীতদের তালিকা 

সেরা ছবি-  Nomadland, ‘Mank,’ ‘The Father,’ ‘Judas And The Black Messiah,’ ‘Promising Young Woman,’ ‘Sound Of Metal,’ ‘The Trial Of The Chicago 7,’ ‘Minari’

সেরা অভিনেত্রী-  Frances McDormand, Andra Day, Carey Mulligan, Vanessa Kirby, Viola Davis

সেরা অভিনেতা- Chadwick Boseman, Gary Oldman, Riz Ahmed, Anthony Hopkins, Steven Yeun

সেরা সহ-অভিনেত্রী- Amanda Seyfried, Maria Bakalova, Glenn Close, Olivia Colman, Yuh-Jung Youn

সেরা সহ-অভিনেতা- Daniel Kaluuya, Sacha Baron Cohen, Leslie Odom Jr, Paul Raci, Lakeith Stanfield

কোভিডের কারণে নির্ধারিত দিনের ২ মাস পর আগামী ২৫ এপ্রিল ক্যালিফোর্নিয়ার লসঅ্যাঞ্জেলসে বসতে চলেছে অস্কারের আসর।

আরও পড়ুন- ছবি: বদলাচ্ছে দেশ, চালু হচ্ছে ভারতের প্রথম AC Railway Station

.