রোহনের ঠোঁটে ঠোঁট, বিয়ের একমাস পর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো শেয়ার করলেন নেহা কক্কর

নিজেই ভিডিয়ো শেয়ার করেন নেহা কক্কর 

Edited By: জয়িতা বসু | Updated By: Nov 25, 2020, 11:43 AM IST
রোহনের ঠোঁটে ঠোঁট, বিয়ের একমাস পর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো শেয়ার করলেন নেহা কক্কর
রোহনের কাছাকাছি নেহা

নিজস্ব প্রতিবেদন: বিয়ের পর পার হয়ে গিয়েছে এক মাস। বিয়ের এক মাস পেরনোর পরই এবার নতুন করে ভালবাসার প্রকাশ করলেন নেহা কক্কর। রোহনপ্রীত সিং এবং তাঁর পরিবার যেভাবে তাঁকে ভালবেসেছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। রোহনপ্রীতের পরিবার থেকে যে তিনি এত ভালবাসা পাবেন, তা তিনি কল্পনাও করতে পারেননি বলে জানান নেহা কক্কর। বিয়ের এক মাস পর তাই নতুন ভিডিয়ো শেয়ার করলেন নেহা কক্কর।

আরও পড়ুন : বিচ্ছেদের সময় বাংলোর সঙ্গে প্রথম স্ত্রী যা চেয়েছেন সব দিয়েছেন, দাবি শানুর

দেখুন...

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

গত ২৪ অক্টোবর রোহনপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নেহা কক্কর। দিল্লির একটি গুরুদ্বারায় বসে বিয়ের আসর। দিল্লিতে বিয়ের পর সেখানে বসে নেহা-রোহনের প্রথম রিসেপশন। দিল্লির পর পঞ্জাবে বসে তাঁদের রিসেপশনের দ্বিতীয় পর্ব। পরপর দুবার রিসেপশনের পর মুম্বইতে ফিরে আসেন নেহা কক্কর এবং রোহনপ্রীত সিং। মুম্বইতে ফেরার পরই দুজন হানিমুনের জন্য উড়ে যান দুবাইতে।

আরও পড়ুন : ১০ বছরের হাসি, কান্নার সঙ্গী, নৈনিতালে গিয়ে ভালবাসার মুহূর্তদের আঁকড়ে ধরলেন গৌরব-রিদ্ধিমা

দুবাইয়ের অন্যতম বিলাসবহুল হোটেলে কাটে নেহা-রোহনের হানিমুন। বিয়ের একমাস পর সেখানকারই একটি ভিডিয়ো শেয়ার করে, রোহনের ঠোঁটে ঠোঁট রেখে ভালবাসার উজ্জাপন করেন নেহা কক্কর।

.