চলে গেলেন বলিউডের জনপ্রিয় মিউজিক কম্পোজার
শোকের ছায়া নেমে এসেছে
নিজস্ব প্রতিবেদন : চলে গেলেন বলিউডের জনপ্রিয় মিউজিক কম্পোজার সুরেন্দ্র সোড়ি। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শেষ শ্রদ্ধা জানানোর জন্য বৃহস্পতিবার বিকেলে তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসা হবে বলে খবর।
আরও পড়ুন : ধর্মস্থানে দাঁড়িয়ে দুই ভিন্ন ধর্মের মানুষের প্রেম কেন? মুখ খুললেন সারা
বলিউডে প্রায় ৫০টি সিনেমায় জনপ্রিয় গানে মিউজিক কম্পোজার হিসেবে নিজের স্বাক্ষর রেখেছেন সুরেন্দ্র সোড়ি। যার মধ্যে শাহরুখ খানের 'দিওয়ানা' অন্যতম। পাশাপাশি 'রাজা হিন্দুস্থানি, 'সোলজার', 'বাদশা', 'হের ফেরি', 'স্পেশাল ছাব্বিশ'-এর মত জনপ্রিয় সব সিনেমা রয়েছে। পাশাপাশি প্রীতি জিন্টা, অর্জুন রামপাল অভিনীত 'দিল হ্যায় তুমহারা', বত্সল শেঠের 'টারজান : দ্য ওয়ান্ডার কার', অক্ষয় কুমার-শিল্পা শেঠির 'ধড়কন'-এর মত জনপ্রিয় সিনেমার গানেও সুর দিয়েছেন মিউজিক কম্পোজার সুরেন্দ্র সোড়ি।
আরও পড়ুন : দুমড়ে মুচড়ে গেল গাড়ি, দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় রিয়েলিটি শো-এর প্রতিযোগীর
তাঁর মৃত্যুতে সিনেমা এবং সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল বলেই মনে করছে বি টাউন। সুরেন্দ্র সোড়ির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড সেলেবরা। (তথ্যসূত্র বলিউড বাবল)