অ্যাম্বে ভ্যালি ব্রাইডাল ফ্যাশন উইকের জন্য তৈরি মুম্বই

লাইট, ক্যামেরা, সফ্‍ট মিউজিক। মঞ্চ জুড়ে একরাশ রং বেরঙের কৃত্রিম ধোঁয়ার মাঝে আবির্ভূত হলেন সোনাক্ষি সিনহা। পরনে সরু সোনালি বর্ডারের লাল নেটের শাড়ি। ডিজাইনার জোত্‍স্না তিওয়ারির শো স্টপার তিনি। অ্যাম্বে ভ্যালি ইন্ডিয়া ব্রাইডাল ফ্যাশন উইকের পরিচিতি পর্বের সোনাক্ষিই ছিলেন মূল আকর্ষণ।

Updated By: Aug 29, 2012, 05:19 PM IST

লাইট, ক্যামেরা, সফ্‍ট মিউজিক। মঞ্চ জুড়ে একরাশ রং বেরঙের কৃত্রিম ধোঁয়ার মাঝে আবির্ভূত হলেন সোনাক্ষি সিনহা। পরনে সরু সোনালি বর্ডারের লাল নেটের শাড়ি। ডিজাইনার জোত্‍স্না তিওয়ারির শো স্টপার তিনি। অ্যাম্বে ভ্যালি ইন্ডিয়া ব্রাইডাল ফ্যাশন উইকের পরিচিতি পর্বের সোনাক্ষিই ছিলেন মূল আকর্ষণ।
আগামী ১২ সেপ্টেম্বর মুম্বইতে শুরু হবে অ্যাম্বে ভ্যালি ব্রাইডাল ইন্ডিয়া ফ্যাশন উইকের মূল পর্ব। তার আগে মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত হল পরিচিতি পর্ব। ডিজাইনার জে জে ভালায়ার সোনলি কাজের বার্গান্ডি কামিজে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড বন্যা মিশ্রর র‌্যাম্প ওয়াক দিয়ে সূচনা হয় মঙ্গলবারের সন্ধ্যা। মোট ১১ জন তাবড় ডিজাইনার অংশ নিচ্ছেন অ্যাম্বে ভ্যালি ইন্ডিয়া ব্রাইডাল ফ্যাশন উইকে। তরুণ তাহিলিয়ানির কালেকশন দিয়ে শুরু হবে মুম্বইয়ের মূল পর্ব। সমাপ্তি হবে জে জে ভালায়ার কালেকশনে।

বিক্রম ফান্দিস, ডিজাইনার জুটি শান্তনু-নিখিল, মীরা-মুজাফর আলি, অসীমা-লীনা, নরেন্দ্র কুমার আহমেদ, ফাল্গুনি-শ্যেন, অঞ্জলি-অর্জুন কাপুর, মন্দিরা উইর্ক ও জোত্‍স্না তিওয়ারির মতো নতুন প্রজন্মের প্রথম সারির ডিজাইনাররা অংশ নেবেন অ্যাম্বে ভ্যালি ব্রাইডাল ইন্ডিয়া ফ্যাশন উইকে। মু্ম্বইয়ের গ্র্যান্ড ফিনালে সম্পর্কে বলতে গিয়ে ভালায়া জানান, `পরিচিতি পর্বে আমি মূলত বার্গান্ডি রংকেই প্রাধান্য দিয়েছি। এবং অবশ্যই লাল সবসমই ব্রাইডাল কালেকশনের অবিচ্ছেদ্য অঙ্গ। তবে মূল পর্বে তুঁতে নীল রংয়েরও প্রচুর পোষাক রেখেছি। উজ্জ্বল রংয়ের ব্যবহারই আমার ডিজাইনের মূল আকর্ষণ`।
তবে পরিচিতি পর্বের সবথেকে বড় চমক ছিল সোনাক্ষি। সাংবাদিকদের প্রচুর কৌতূহলি প্রশ্নের সম্মুখীনও হতে হয় তাঁকে এদিন। বিয়ে করছেন কবে জানতে চাওয়া হলে ২৫ বছরের টিনসেল টাউন বিউটি জানান, `আমি কাল কী করব সেটাই জানি না তো বিয়ের কথা কীকরে বলব বলুন? শুধু এইটুকু বলতে পারি এইমুহুর্তে আমি এই অসাধারণ ব্রাইডাল পোষাক পরে ভীষণ খুশি`। এবছরের অ্যাম্বে ভ্যালি ব্রাইডাল ফ্যাশন উইকের পরিচিতি মঞ্চেই ঘোষণা করা হয় আগামী বছরের দিনক্ষণ। দিল্লিতে ২ থেকে ৭ অগাস্ট অনুষ্ঠিত হবে পরিচিতি পর্ব। মুম্বইয়ের মূলপর্ব চলবে ২০ থেকে ২৫ সেপ্টেম্বর।

.