জানেন ২ দিনে কত কোটি টাকার ব্যবসা করল অর্জুন কাপুরের ছবি ‘মুবারকন’?

Updated By: Jul 30, 2017, 08:52 PM IST
জানেন ২ দিনে কত কোটি টাকার ব্যবসা করল অর্জুন কাপুরের ছবি ‘মুবারকন’?

ওয়েব ডেস্ক: সদ্যই মুক্তি পেয়েছে অনিল কাপুর , অর্জুন কাপুর , ইলিয়ানা ডিক্রুজ , আথিয়া শেঠ্ঠি অভিনীত ছবি মুবারকন । এই প্রথমবার একসঙ্গে দেখা যাবে অর্জুন কাপুর এবং অনিল কাপুরকে। ছবি মুক্তির আগে থেকেই এই ছবি নিয়ে প্রত্যাশা অনেক ছিল। ছবি মুক্তি পাওয়ার পর সেই প্রত্যাশা আরও বেড়ে গেল। যা প্রমাণ করল ছবির বক্স অফিস কালেকশন ।

জানলে আশ্চর্য হবেন, মাত্র ২ দিনেই অনীষ বাজমি পরিচালিত অর্জুন কাপুর – অনিল কাপুর অভিনীত ছবি মুবারকন বক্স অফিসে ১০ কোটির বেশি টাকার ব্যবসা করে ফেলেছে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ছবির বক্স অফিস কালেকশন টুইট করে জানিয়েছেন। ২ দিনে মোট ১২.৬৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি।

ইন্দ্র কুমারকে শেষ শ্রদ্ধা বলিউডের

.