মহানবমীতে নিজের আবাসনের পুজোয় ধুনুচি নাচে মাতলেন মিমি চক্রবর্তী
তবে অবশ্যই সেটা সুরক্ষাবিধি মেনে। মুখে মাস্ক পরেই ধুনুচি নাচ করতে দেখা গেল মিমিকে।
নিজস্ব প্রতিবেদন : নবমীর সন্ধ্যােয় নিজের আবাসনের পুজোয় ধুনুচি নাচ করতে দেখা গেল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। তবে অবশ্যই সেটা সুরক্ষাবিধি মেনে। মুখে মাস্ক পরেই ধুনুচি নাচ করতে দেখা গেল মিমিকে।
করোনা আবহের কারণে মিমি চক্রবর্তীর কসবার আবসনের পুজো এবার হয়েছে সুরক্ষাবিধি মেনেই। এবার সেখানে বাইরের লোকজনের প্রবেশ নিষেধ। এবার তাই আবাসনের প্রতিবেশীদের সঙ্গেই পুজোর আনন্দে মাতলেন সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী। অষ্টমীর দিনও নিজের আবাসনের পুজোতেই অঞ্জলি দিতে দেখা গিয়েছিল মিমিকে, তবে সবকিছুই তিনি করেছেন সুরক্ষা বিধি মেনে। মাস্ক তো ছিলই পুজো মণ্ডপে রাখা হয়েছিল স্যানিটাইজেশনের ব্যবস্থাও। নবমীর দিন মিমিকে দেখা গেল সাদা কুর্তি ও পালাজোতে। পুজোর পর স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে প্রসাদ দিতেও দেখা গেল মিমিকে। কখনও আবার আবাসনে শিশুদের সঙ্গে গল্প করতে দেখা গেল মিমিকে।
Chotora chara pujo abar pujo naki ? #SubhoNabami
Posted by Mimi Chakraborty on Sunday, 25 October 2020
এবার পুজোর প্রতিটা দিনই মিমি ধরা দিয়েছিলেন ঘরোয়া মেজাজে। পুজোর দিনে তিনি যেন সাংসদ নন, একেবারেই আবাসনের আর পাঁচজনের মতো একজন বাসিন্দা।