ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের টুইটারে উত্তাপ বাড়ালেন Mouni Roy, ড্যামেজ কন্ট্রোলে NSE

সকালবেলা অপ্রত্যাশিত ভাবে খবরের শিরোনামে উঠে এলেন মৌনি রায়। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jan 10, 2021, 07:39 PM IST
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের টুইটারে উত্তাপ বাড়ালেন Mouni Roy, ড্যামেজ কন্ট্রোলে NSE

নিজস্ব প্রতিবেদন : ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ(National Stock Exchange)-এর টুইটার হ্যান্ডেলে মৌনি রায় (Mouni Roy)-এর Hot ছবি। দেখে হতবাক নেটিজেনরা। শনিবার সকালবেলা অপ্রত্যাশিত ভাবে খবরের শিরোনামে উঠে এলেন মৌনি রায়। ঘটনা জানাজানি হতেই তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে নামে NSE। 

ঠিক কী ঘটেছে?

শনিবার সকালবেলা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ(National Stock Exchange)-এর টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয় মৌনি রায়ের দুটো হট ছবি। ক্যাপশানে লেখা হয়, ''শনিবারের উত্তাপ হঠাৎ করেই বেড়ে গিয়েছে। মৌনি রায়কে অসামান্য লাগছে।'' হ্যাশট্যাগে লেখা সেক্সিডিভা, বিউটিফুলডিভা, হটি গার্ল। এটা দেখে হতবাক নেটিজেনদের অনেকেই ভেবেছিলেন নির্ঘাত হ্যাকারদের কবলে পড়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ(National Stock Exchange)-এর টুইটার হ্যান্ডেল।

আরও পড়ুন-ড্রোনে উড়ে এল Engagement Ring, রূপকথার বাগদান Neel ও Trina-র

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by mon (@imouniroy)

আরও পড়ুন-খবরের কাগজে অমলেট মুড়ে শ্যুটিংয়ে ছুটত Hrithik, এখনও একইরকম আছে : Rakesh Roshan

পরে বিষয়টি নজরে পড়তেই টুইটটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ(National Stock Exchange)-এর তরফে ডিলিট করা হয়। ক্ষমা চেয়ে নিয়ে আরও একটি টুইটে লেখা হয়, ''আজ NSE-র টুইটার থেকে ১২.২৫ নাগাদ একটি  অপ্রত্যাশিত টুইট করা হয়। এটা মানুষেরই ভুল। ভুলটি হয়েছে NSE- এজেন্সির তরফে। টুইটার হ্যান্ডেলটি হ্যাক করা হয়নি। অসুবিধার জন্য গ্রাহকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ''

এদিকে ততক্ষণে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ(National Stock Exchange)-এর টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট হওয়া মৌনির ছবিওয়ালা টুইটটি ভাইরাল হয়ে গিয়েছে। তাতে বিভিন্ন লোক নানান মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ''যে ব্যক্তি এই কাণ্ডটি ঘটিয়েছে, তিনি অ্যাকাউন্টটি বদলাতে ভুলে গিয়েছিলেন।'' কেউ আবার লিখেছেন, ''তোমাদের ভুল হলে ভুল, আর আমরা ভুল করলেই জরিমানা!'' কেউ আবার লিখেছেন, ''যিনি NSE-র অ্যাকাউন্টটি চালাচ্ছিলেন, তিনি নিশ্চয় মদ খেয়ে কাজ করছিলেন।'' কারোর কথায়, ''NSE-র উচিত পুরনো চুক্তি বাতিল করে নতুন এজেন্সির সঙ্গে চুক্তি করা।''

আরও পড়ুন-চম্বল,পান্না থেকে রেনেহ জলপ্রপাত, Madhya Pradesh বেড়ানোর ছবি পোস্ট Birsa, Bidipta-র

.