'মৌচাক'-এর মৌ নিয়ে আসছে 'মৌ বৌদি' Monami

এই ওয়েব সিরিজের হাত ধরেই ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন অভিনেত্রী।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jun 3, 2021, 03:16 PM IST
'মৌচাক'-এর মৌ নিয়ে আসছে 'মৌ বৌদি' Monami

নিজস্ব প্রতিবেদন : 'ও বৌদি স্বপ্নের সুন্দরী', দর্শকদের মনে ঝড় তুলতে 'হইচই' প্লাটফর্মে আসছে 'মৌ বৌদি'। সৌজন্যে সায়ন্তন ঘোষাল পরিচালিত 'মৌচাক'। আর সেই 'মৌচাক'-র মৌ হয়ে আসছেন মনামী ঘোষ। এই ওয়েব সিরিজের হাত ধরেই ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন অভিনেত্রী।

প্রযোজনা সংস্থার তরফে প্রকাশ্যে এসেছে টিজার পোস্টার। সেটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মনামী নিজেও। ক্যাপশানে লেখা, ''মৌ বৌদি আসছে খুব শিগগিরই, তোমরা তৈরি তো?'' যদিও পোস্টারে অভিনেত্রী মুখ দেখানো হয়নি।

আরও পড়ুন-'একটা কাজ দেবেন?' মহিলার আবেদনে পাশে থাকার আশ্বাস Raj Chakraborty-র

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

এর আগে 'হইচই'-এর 'দুপুর ঠাকুরপো' সিরিজে 'উমা বৌদি', 'ঝুমা বৌদি' হয়ে ঝড় তুলেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, মোনালিসা। 'মৌ বৌদি' কি তবে তাঁদের মতোই কেউ? এবিষয়ে Zee 24 ঘণ্টা ডিজাটালের তরফে অভিনেত্রী মনামী ঘোষের সঙ্গে। মনামীর কথা, ''উমা বৌদি, ঝুমা বৌদির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। এটা একেবারে আলাদা একটা গল্প। পোস্টারে কোমরে লটারির টিকিট দেখা যাচ্ছে। গল্পটা আসলে মৌ, লটারির ঘিরে আবর্তিত। এটা একটা ব্ল্যাক কমেডি।''

আরও পড়ুন-৪৮ বছরের দাম্পত্য, Amitabh-Jaya-র বিবাহবার্ষিকীতে দেখুন অদেখা ছবি

মনামী আরও বলেন, ''এটা আমার প্রথম ওয়েব সিরিজ। এর আগও ওয়েব সিরিজ করার প্রস্তাব আমার কাছে এসেছিল। তবে আমি চেয়েছিলাম, কোনও ধামাকা দিয়েই এই যাত্রা শুরু করব। এটা সাহানাদির (সাহানা দত্ত) লেখা অসম্ভব ভালো একটা গল্প। আর এতে আমি নাম ভূমিকায়। তাই আমার মনে হল এটা থেকে আর কী ভালো সুযোগ হতে পারে। ওয়েব সিরিজ মানুষ ঠিক যেমনটা চায়, তার সব রসদই এতে আছে। মৌচাককে প্রতি মুহূর্তে বিনোদন রয়েছে।''

.