অবশেষে মুক্তি পেল মহেঞ্জোদারোর নতুন দুটি ক্যারেক্টর পোস্টার

আশুতোষ গোয়ারিকরের ইতিহাস নির্ভর ছবি মহেঞ্জোদারো  নিয়ে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। কেনই বা থাকবেন না?  ঋত্বিক রোশনের সঙ্গে এই ছবিতে দেখা যাবে পুজা হেগড়েকে। এই ছবির সুর মিউজিক দিয়েছেন এ আর রহমান। আর ছবির বাজেটই ১০০ কোটি টাকা। তারউপর ছবির পরিচালকের নাম আশুতোষ গোয়ারিকর। আশুতোষের ফিল্ম মানেই তো শুধু বক্স অফিসে টাকা উপার্জন করা নয় বরং, জনমানসে প্রভাব ফেলে যাওয়া।

Updated By: Jul 12, 2016, 04:58 PM IST
অবশেষে মুক্তি পেল মহেঞ্জোদারোর নতুন দুটি ক্যারেক্টর পোস্টার

ওয়েব ডেস্ক: আশুতোষ গোয়ারিকরের ইতিহাস নির্ভর ছবি মহেঞ্জোদারো  নিয়ে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। কেনই বা থাকবেন না?  ঋত্বিক রোশনের সঙ্গে এই ছবিতে দেখা যাবে পুজা হেগড়েকে। এই ছবির সুর মিউজিক দিয়েছেন এ আর রহমান। আর ছবির বাজেটই ১০০ কোটি টাকা। তারউপর ছবির পরিচালকের নাম আশুতোষ গোয়ারিকর। আশুতোষের ফিল্ম মানেই তো শুধু বক্স অফিসে টাকা উপার্জন করা নয় বরং, জনমানসে প্রভাব ফেলে যাওয়া।

আরও পড়ুন ফোর্বসের সেরা ১০০ রোজগেরে সেলিব্রেটিদের তালিকায় দুই বলিউড স্টার!

অবশেষে মুক্তি পেল এই ছবির নতুন দুটি ক্যারেক্টর পোস্টার। হৃতিক এবং পূজা হেগড়েকে নিয়ে দুটি ভিন্ন পোস্টার। আর সেই পোস্টার দেখেই দর্শকরা বেজায় খুশি। ছবির মুক্তি আগামী ১২ই অগাস্ট।

আরও পড়ুন  এবার রাজ গার্ল কে জানেন

.