জন্মদিনে মিঠুনের সেরা পাঁচ সিনেমা
এক নজরে দেখে নিন বাংলার গুরুর সেরা পাঁচ সিনেমা।
৫) ডিস্কো ড্যান্সার
৪) নোবেল চোর (২০১১)--সেভাবে হিট হয়নি ঠিকই কিন্তু যারা দেখেছেন তারা বুঝেছেন এই সিনেমায় মিঠুনের অভিনয় মনে রাখার মত। পরিচালক সুমন ঘোষ মিঠুনকে দারুণভাবে ব্যবহার করেছেন এই সিনেমায়।
৩) শুকনো লঙ্কা (২০১০)--মনে রাখার মত সিনেমা। মিঠুনের এই সিনেমা দেখে অনেক সময় গলা ধরে আসে। দারুণ...
২) তিতলি (২০০২)-- তর্ক চলতে পারে এটাই মিঠুনের সেরা সিনেমা কিনা। তবে সবাই একমত হবেন তিতলি-র মিঠুন সত্যি ব্যতিক্রমী।
১) তাহাদের কথা (1992) ও মৃগয়া (১৯৭৬)--এই দুটিই মিঠুনের সেরা সিনেমা। কিন্তু কোনটা এক, কোনটা দুই সেটা নিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়ে গিয়ে যুগ্মবিজয়ী করতে হল। দুটো সিনেমার জন্যই তিনি জাতীয় পুরস্কারে সেরা অভিনেতার শিরোপা পেয়েছেন বৃুদ্ধদেব দাশগুপ্ত-র তাহাদের কথায় মিঠুনের অভিনয় ভোলার নয়। ১৯৭৬ সালে ১ জানুয়ারি রিলিজ করা মৃণাল সেনের মৃগয়াই ছিল মিঠুনের প্রথম সিনেমা। অভিষেকেই বাজিমাত করেন মিঠুন।
এখন বলে রাখা ভাল মিঠুনের ভাল সিনেমার সংখ্যা এত বেশি যে যে কেউ সেরা পাঁচ বাছতে বেছে দিলে বিতর্ক হবে। অনেকই বলবেন সেরা পাঁচে জল্লাদ, অগ্নিপথ থাকবে না! হয়তো থাকবে। আপনি নিচে কমেন্ট করুন কোন পাঁচটা আপনার মতে মিঠুনের সেরা সিনেমা।