Mithun Chakraborty Exclusive: ‘তৃণমূলের জন্য প্রজাপতি দ্রুত হিট হয়েছে...’

Mithun Chakraborty Exclusive: মেগাস্টার দাবি করেন যে, ‘প্রজাপতি বিজেপি, তৃণমূল, সিপিএম, ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস সবাই দেখেছে। না হলে এত বড় হিট হওয়া সম্ভব ছিল না। আমার কাছে প্রমাণ আছে, অনেকেই ছবি দেখে আমায় লিখেছে- অনবদ্য অভিনয়ের সাক্ষী হয়ে রইলাম। সবাই দেখেছে বলেই হিট।'

Edited By: সৌমিতা মুখার্জি | Updated By: Jan 23, 2023, 09:47 PM IST
Mithun Chakraborty Exclusive: ‘তৃণমূলের জন্য প্রজাপতি দ্রুত হিট হয়েছে...’

Mithun Chakraborty, মৌপিয়া নন্দী: ‘প্রজাপতি’ নিয়ে বিতর্কের শেষ নেই। জি ২৪ ঘণ্টার বিশেষ সাক্ষাৎকারে ফের সেই বিতর্ক উসকে দিলেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী। এর আগে ‘প্রজাপতি’র ২৫ দিনের সেলিব্রেশনে এসে ব্যঙ্গ করে তিনি বলেছিলেন, ‘ফ্লপ ছবির সেলিব্রেশনে এসেছি’। এবার তিনি বললেন যে, ‘তৃণমূলের জন্যই এই ছবি দ্রুত হিট হয়েছে’। তবে তাঁকে বাজে অভিনেতা বলায় তিনি মোটেও বিরক্ত নন, উলটে তিনি বললেন, ‘আমাকে বাজে অভিনেতা বলতেই পারেন’।

আরও পড়ুন- KL Rahul-Athiya Shetty wedding Photo: ‘তোমার আলোয়, ভালোবাসতে শিখেছি’, বিয়ের পরেই রাহুলের উদ্দেশ্যে আবেগঘন বার্তা আথিয়ার...

মেগাস্টার দাবি করেন যে, ‘প্রজাপতি বিজেপি, তৃণমূল, সিপিএম, ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস সবাই দেখেছে। না হলে এত বড় হিট হওয়া সম্ভব ছিল না। আমার কাছে প্রমাণ আছে, অনেকেই ছবি দেখে আমায় লিখেছে- অনবদ্য অভিনয়ের সাক্ষী হয়ে রইলাম। সবাই দেখেছে বলেই হিট। তাই এটা কোনও ডিফারেন্স তৈরি করে না, যদি আপনি এর মধ্যে রাজনীতি না ঢোকান। আমরা কখনই ছবিতে রাজনীতি ঢুকতে দিইনি। আমরা নিজের নিজের সত্ত্বায় কাজ করেছি আর রাজনীতির রা-ও বলিনি।’ পাশাপাশি তিনি আরও বলেন,  ‘দেবকে পরোক্ষভাবে ভয় দেখানোর চেষ্টা করেছিল’। কিন্তু দেব তো একথা অস্বীকার করেছেন। সেই কথার প্রত্যুত্তরে মিঠুন বলেন যে, ‘দেব খুবই বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিয়েছে। দেব অভিনেতা হিসাবে উত্তর দিয়েছে। তবে প্রযোজক দেবকে ভয় দেখানো হয়েছিল আর আমিও অভিনেতা দেবের কথা বলিনি, আমি প্রযোজক দেবের কথা বলেছি। আমার পরিষ্কার করে বলতে একটু সময় লেগেছে।’

আরও পড়ুন- Exclusive Mithun Chakraborty: নন্দন ডাকেনি তো কী হয়েছে, সাংহাই আমাকে সম্মানিত করেছে!

এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী আক্ষেপ করে বলেন, ‘একটা সিনেমার দুটো শো চলতে না চলতেই ঘোষণা করে দিল, আমার অভিনয়ের জন্য ছবিটা ফ্লপ! আমাকে বাজে অভিনেতা বলতে পারেন, আমাকে ভালোলাগে না, তাও বলতে পারেন। সবটাই আপনার ইচ্ছে। তার মানে আপনি নিজেই ফ্লপ করে দিলেন? এরপর সবাই ভাবল যে, তিনবার জাতীয় পুরস্কার পাওয়া অভিনেতা কত বাজে অভিনয় করেছে যে সিনেমা ফ্লপ হয়ে গেল, এটা দেখতেই দর্শক যারা ভেবেছিল পরে দেখবে, তারা প্রথম সপ্তাহেই হলে ছবিটা দেখতে গেল। আর তারপর মুখে মুখে এই ছবির প্রচার করল যে, এটা জেনে শুনে ওঁকে অপমান করার জন্য বলা হয়েছে। এটা অসাধারণ ছবি, সবাই দেখুন। ব্লকবাস্টার নয়, এটা ইতিহাস। ব্লকবাস্টার অনেক হয়, তবে তা ইতিহাস হয়ে উঠতে পারে না। ছবি নিজের মেরিটেই হিট হয়েছে তবে তৃণমূল দ্রুত হিট করিয়ে দিল’।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.