Mimi Chakraborty: শাকিবে মজলেন মিমি? প্রচারে গিয়ে নায়কের প্রশংসায় কী বললেন...

Toofan | Mimi Chakraborty: শাকিবের প্রশংসায় পঞ্চমুখ মিমি। তিনি বলেন, 'আমরা যখন শ্যুট করছিলাম সে সময় অনেক গরম ছিল। শাকিব সুট পরেছিল পরে। এ সময় গরমের মাঝে একবারও আমি ওঁর মুখ থেকে ‘উফ’ বলতে শুনিনি।' 

Updated By: Jun 17, 2024, 11:04 PM IST
Mimi Chakraborty: শাকিবে মজলেন মিমি? প্রচারে গিয়ে নায়কের প্রশংসায় কী বললেন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঈদুল আজহায় মুক্তি পেল বাংলাদেশের জনপ্রিয় শাকিব খান ও টলিউডের মিমি চক্রবর্তীর ছবি 'তুফান'। ছবি মুক্তির আগে থেকেই  তুফান ছবির একটি গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। 'তুই কোন শহরের মাইয়া' শিরোনামের গানটি নেটপাড়ায় আলোড়ন তুলেছিল। এতে অভিনয় করেছেন, শাকিব খান, মিমি চক্রবর্তী ও প্রিতম হাসান।

তুফান ছবি দিয়ে ঢালিউড ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিলেন মিমি। ছবির প্রচারের জন্য বুধবার ১২ মে ঢাকায় উড়ে গিয়েছিলেন অভিনেত্রী। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে অংশও নেন তিনি। যেহেতু তিনি কলকাতা থেকে এসেছেন স্বাভাবিক ভাবেই তিনি বাংলাদেশের অতিথি। কিন্তু বিষয়টি অন্যভাবে নিলেন মিমি। ভরা মজলিসেই বলে দিলেন, ‘বাংলাদেশের আসার পর সবাই অতিথি বলছে। কিন্তু আমি তো তেমন মনে করি না। আমার ভাষা বাংলা, আপনিও বাংলায় কথা বলেন। আমি বিশ্বাস করি, আমরা সবাই বাঙালি।'

আরও পড়ুন:Sandhya Roy Hospitalised: বুকে অস্বস্তি! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী...

তিনি আরও বলেন, 'রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে অংশও নেন তিনি। যেহেতু তিনি কলকাতা থেকে এসেছেন স্বাভাবিক ভাবেই তিনি বাংলাদেশের অতিথি। কিন্তু বিষয়টি অন্যভাবে নিলেন মিমি। ভরা মজলিসেই বলে দিলেন, ‘বাংলাদেশের আসার পর সবাই অতিথি বলছে। কিন্তু আমি তো তেমন মনে করি না। আমার ভাষা বাংলা, আপনিও বাংলায় কথা বলেন। আমি বিশ্বাস করি, আমরা সবাই বাঙালি।'

এ সময় শাকিবের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মিমি। তিনি বলেন, 'আমরা যখন শ্যুট করছিলাম সে সময় অনেক গরম ছিল। শাকিব সুট পরেছিল পরে। এ সময় গরমের মাঝে একবারও আমি ওঁর মুখ থেকে ‘উফ’ বলতে শুনিনি।' 

তিনি আরও বলেন, 'একজন ভালো কো-স্টারের সঙ্গে কাজ করতে আসলেই ভালো লাগে। কাজের ক্ষেত্রে শাকিবের ডেডিকেশন আছে বলে আজকে সে আপনাদের সবার প্রিয়। মিমি বলেন, তুফান আমার প্রথম বাংলাদেশি ছবি। আমি এ ছবিটা নিয়ে খুব আগ্রহী কারণ আপনাদের সবার প্রিয় সাকিব খান রয়েছেন। পাশাপাশি সবাইকে হলে গিয়ে ছবি দেখার জন্য অনুরোধ রইল।'

আরও পড়ুন:Anne Hathaway: '১০ জনের সঙ্গে ঘনিষ্ঠ হতে হবে'! বিস্ফোরক অস্কারজয়ী সুন্দরী...

গ্যাংস্টারের গল্প নিয়ে তৈরি হয়েছে তুফান। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। রায়হান রাফী ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন। শাকিব খান, মিমি চক্রবর্তী, এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.