ঠিক যেন সিনেমা, পিছু ধাওয়া করে খুনি গাড়ি ধরলেন মিমি, সাবাসি সোশ্যাল মিডিয়ায়

একেবারে ঠিক যেন সিনেমা। তবে একেবারে চেনা ছকের নয়। খুনিকে তাড়া করে নায়ক ধরে বাহবা পান। এখানে নায়িকাই করে দিল সব কাজ।  রবিবার রাত এগারোটায়। নদিয়ার চাকদহতে অভিনেতা দেব-এর সঙ্গে একটা শো করে এক সহকারী এবং দুই বাউন্সারকে সঙ্গে নিয়ে কলকাতা ফিরছিলেন মিমি। তেঘরিয়ায় এসে তাঁরা দেখেন, একটি ইন্ডিকা গাড়ি এক বাইক-আরোহীকে ধাক্কা মেরে পালাচ্ছে। চাকায় আটকে যাওয়া মানুষটিকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে লেক টাউনের 'বিগ বেন' অবধি টেনে নিয়ে যায় গাড়িটা। মিমি নিজে রাস্তায় নেমে গাড়ির নম্বরপ্লেট এবং মদ্যপ দুই আরোহীর ছবি তুলে নেন মোবাইলে।

Updated By: Jan 19, 2016, 11:57 AM IST
ঠিক যেন সিনেমা, পিছু ধাওয়া করে খুনি গাড়ি ধরলেন মিমি, সাবাসি সোশ্যাল মিডিয়ায়

ওয়েব ডেস্ক: একেবারে ঠিক যেন সিনেমা। তবে একেবারে চেনা ছকের নয়। খুনিকে তাড়া করে নায়ক ধরে বাহবা পান। এখানে নায়িকাই করে দিলেন সব কাজ।  ঘটনাটি ঘটে রবিবার রাত এগারোটা নাগাদ। চাকদায় অভিনেতা দেব-এর সঙ্গে একটা শো করে এক কলকাতা ফিরছিলেন মিমি। নায়িকার সঙ্গে ছিলেন সহকারী এবং দুই বাউন্সার। তেঘরিয়ায় এসে তাঁরা দেখেন, একটি ইন্ডিকা গাড়ি এক বাইক-আরোহীকে ধাক্কা মেরে পালাচ্ছে। চাকায় আটকে যাওয়া মানুষটিকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে লেক টাউনের 'বিগ বেন' অবধি টেনে নিয়ে যায় গাড়িটা। মিমি নিজে রাস্তায় নেমে গাড়ির নম্বরপ্লেট এবং মদ্যপ দুই আরোহীর ছবি তুলে নেন মোবাইলে।

মিমির দুই বাউন্সার ইন্ডিকার চাবিটা বার করে নেন। মিমি ফোন করেন তাঁর বন্ধু পরিচালক রাজ চক্রবর্তীকে। ফোন করা হয় মন্ত্রী অরূপ বিশ্বাসকে। খবর যায়, বাগুইহাটি আর লেকটাউন থানাতেও। লেক টাউনের কাছে ইন্ডিকার গতি একটু কমতেই মিমিরা গাড়িটাকে ধরে ফেলেন। আহত ব্যবসায়ীর নাম রাকেশ অগ্রবাল। বাড়ি তেঘরিয়াতেই। আশঙ্কাজনক অবস্থা তিনি এখন হাসপাতালে ভর্তি। ধৃত দুই মদ্যপ আরোহীর নাম রাজু বন্দ্যোপাধ্যায় ও ব্রজ বন্দ্যোপাধ্যায়। মিমি বলেন, রাকেশবাবুর কোনও দোষ ছিল না। ওঁর মাথায় হেলমেট ছিল। ভিআইপি রোডের বাঁ দিক ঘেঁষে আস্তে আস্তে এগোচ্ছিলেন তিনি। মত্ত ইন্ডিকাই আচমকা তাঁকে ধাক্কা দেয়। রাকেশবাবু টাল সামলাতে না পেরে গাড়ির নীচে চলে আসেন।

উন্মত্ত গাড়ি আর নির্লিপ্ত নাগরিকের মাঝখানে মিমির এই কাজ বাহবা আদায় করে নিয়েছে। টলিউড মহল তো বটেই সোশ্যাল মিডিয়াতেও প্রশংসা পাচ্ছে মিমির এই কাজ।

 

.