নবরাত্রিতে জমিয়ে গরবা, ভাইরাল প্রিয়াঙ্কার নাচ

সবুজ রঙের পোশাকে দেখা যায় পিগি-কে

Updated By: Oct 2, 2019, 01:13 PM IST
নবরাত্রিতে জমিয়ে গরবা, ভাইরাল প্রিয়াঙ্কার নাচ

নিজস্ব প্রতিবেদন: 'দ্য স্কাই ইস পিঙ্ক'-এর প্রমোশন শুরু করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের পর পরিচালক সোনালি বোসের এই সিনেমা দিয়েই বলিউডে কামব্যাক করলেন প্রিয়াঙ্কা। সিনেমার শ্যুটিং শেষে এবার প্রমোশন শুরু করেছেন পিগি। 'দ্য স্কাই ইস পিঙ্ক'-এর প্রমোশনের জন্যই এবার দেশের বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার, রোহিত শরফ।

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

প্রমোশনের জন্যই এবার গুজরাটে যান প্রিয়াঙ্কা। সবুজ রঙের ভেলভেট সরারা পরে রোহিত শরফের সঙ্গে গুজরাটে হাজির হন বলিউড অভিনেত্রী। শুধু তাই নয়, সিনেমার প্রমোশনে গিয়ে নবরাত্রি উপলক্ষে গরবা নাচতেও দেখা যায় প্রিয়াঙ্কাকে। কিন্তু যে পোশাক পরে পিগি নবরাত্রিতে হাজির হন, তার দাম কত জানেন?

 

আরও পড়ুন : করিনার সঙ্গে কেমন ব্যবহার করেন শর্মিলা? প্রকাশ্যে শাশুড়ি-বউমার সম্পর্কের রসায়ন
রিপোর্টে প্রকাশ, প্রিয়াঙ্কার সবুজ রঙের ভেলভেট পোশাকের দাম ১ লক্ষ ৬৫ হাজার। কি অবাক হয়ে গেলেন তো শুনে? তাহলে দেখুন...


'দ্য স্কাই ইস পিঙ্ক'-এর পর বলিউডে প্রিয়াঙ্কার হাতে কোন প্রজেক্ট রয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। 

.