ভোট কেন দেননি? প্রশ্নের এই উত্তরই দিলেন অক্ষয়
এনিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ট্রোল করেছেন অক্ষয়কে।
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অরাজনৈতিক সাক্ষৎকার নেওয়ার পর থেকেই বেশকিছুদিন খবরের শিরোনামে রয়েছেন অক্ষয় কুমার। তবে ভোটের দিন দেখা মেলেনি অক্ষয়ের। অমিতাভ-জয়া বচ্চন, অভিষেক ও ঐশ্বর্য রাই বচ্চন থেকে শাহরুখ,আমির, সলমন, দীপিকা-রণবীর, করিনা-করিশ্মা-রণবীর সহ বহু বলিউড তারকাকেই বুথ কেন্দ্রে গিয়ে ভোট দিতে দেখা গেছে। এমনকি ভোট দিতে পৌঁছেছিলেন খোদ অক্ষয়পত্নী টুইঙ্কেল খান্নাও। তবে দেখা মেলেনি অক্ষয় কুমারের। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ট্রোল করেছেন অক্ষয়কে।
আরও পড়ুন-পঞ্জাবি রীতিতেই বিয়ে করলেন শ্রাবন্তী, দেখুন বিয়ের সমস্ত ছবি
Has anyone seen Deshbhakt @akshaykumar voting today ?#MumbaikarVoteKar
— Prakul Sharda (@prakulsharda) April 29, 2019
When is the true blood real nationalist idol Akshay Kumar voting?
— Siddharth Patni (@aageSeLeftLelo) April 29, 2019
Where is akshay Kumar's voting pic
— Junaid (@Realjunaidd) April 29, 2019
Non political citizen of india @akshaykumar on voting day pic.twitter.com/uudAzjeUDc
— Shahab Khan (شہاب خان) (@shahabkhanamu) April 29, 2019
এদিকে মঙ্গলবার মুম্বইতে এক অনুষ্ঠানে অক্ষয়কে সামনে পেয়ে তাঁর ভোট না দেওয়ার বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। উত্তরে অক্ষয় তাঁকে 'চলিয়ে বেটা' বলে সেখান থেকে সরে যান।
Reaction of deshbhakt @akshaykumar when asked about Voting by a Journalist proves he is a Canadian. pic.twitter.com/nuzGlKyTMl
— Bollywood Junction (@mAyUrStUdIoS) May 1, 2019
প্রসঙ্গত, আসল সত্যিটা হল অক্ষয় কুমার কানাডার নাগরিক। এদেশের নাগরিককত্ব তাঁর নেই। আর সেকারণেই ভোট দিতে যেতে দেখা যায়নি আক্কিকে। এদিকে গত মাসেই প্রধানমন্ত্রীর অনুরোধে সকলকে ভোটদানের অনুরোধ করেছিলেন অক্ষয়। জনতার উদ্দেশ্য অক্ষয় বলেছিলেন, গণতন্ত্রের সবথেকে বড় অধিকার হল ভোট দানের অধিকার।