সিনেমায় আর গান গাইতে চান না, জন্মদিনে জানালেন সুর সম্রাজ্ঞী

Updated By: Sep 28, 2017, 12:55 PM IST
সিনেমায় আর গান গাইতে চান না, জন্মদিনে জানালেন সুর সম্রাজ্ঞী

নিজস্ব প্রতিবেদন: ৮৮-তে পা দিলেন 'ভারতের নাইটিঙ্গেল' লতা মঙ্গেশকর। জন্মদিনে ভারতরত্ন লতা মঙ্গেশকরকে ২৪ ঘণ্টা ডট কমের পক্ষ থেকে শত কোটি প্রণাম এবং বিনম্র শ্রদ্ধা। 

প্লে ব্যাক শুরু করেছিলন ১৯৪২ সালে। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৩। দেখতে দেখতে সঙ্গীত জগতে ৭৫ বছর পূর্ণ করেছেন এই বছরই। আরও গান গাইবেন, কিন্তু সিনেমায় আর প্লে ব্যাক করবেন না, হিন্দুস্থান টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। আধ্যাত্মিক সঙ্গীত, ভজন সবই গাইবেন কিন্তু বলিউড, কলিউডের জন্য আর গান গাইতে চান না লতাজি। জন্মদিনে স্মৃতিমেদুর লতা মঙ্গেশকর জানালেন, "ছোটবেলা থেকেই জন্মদিন নিয়ে আমার কোনও উত্তেজনা ছিল না, এখনও নেই। এমনকী যখনই কেউ আমার জন্মদিন উদযাপন করে আমি একেবারেই খুশি হই না। তবে ছোটবেলায় জন্মদিনে কেউ না কেউ আমাকে নতুন জামা উপহার দিত। আমার জন্মদিনে মাকে দেখেছি পুজো দিতে, আর পুজোর পর আমার জন্য মিষ্টিও থাকত। ছোটবেলায় এভাবেই আমার জন্মদিন পালিত হত।" 

জন্মদিনে নিজের ইচ্ছের কথা বলতে গিয়ে তিনি বলেন, "শুধু জন্মদিনের ইচ্ছে নয়, বাকি জীবনের প্রতিটা দিনই আমি গান গাইতে চাই, এটাই আমার ইচ্ছে।" 

.