'শরীর ঠান্ডা, অনেক দেরি হয়ে গিয়েছিল', কুশল পঞ্জাবির মৃত্যু নিয়ে বিস্ফোরক চেতন হংসরাজ

 কুশলের মৃত্যুর পর মুম্বই ছেড়ে গুজরাটে চলে যাচ্ছেন চেতন হংসরাজ 

Edited By: জয়িতা বসু | Updated By: Dec 30, 2019, 01:38 PM IST
'শরীর ঠান্ডা, অনেক দেরি হয়ে গিয়েছিল', কুশল পঞ্জাবির মৃত্যু নিয়ে বিস্ফোরক চেতন হংসরাজ

নিজস্ব প্রতিবেদন : ৪২ বছরেই যে সবকিছু শেষ করে দিয়ে চলে যাবেন কুশল পঞ্জাবি, তা ভাবতে পারছেন না চেতন হংসরাজ৷ ২৬ ডিসেম্বর রাত এগারোটায় যখন ঘরের দরজা ভেঙে কুশলের মৃতদেহ দেখতে পান, তখনই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যান চেতন৷ কোনওক্রমে সিলিং ফ্যান থেকে দড়ি কেটে কুশলের দেহ নীচে নামিয়ে আনেন৷ বাঁচানোর চেষ্টাও করেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়৷ (Kushal Punjabi Suicide) কুশলের শরীর যখন নীচে নামিয়ে আনেন, ততক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে বন্ধুর শরীর৷ যা দেখে চেতন তখনই বুঝতে পারেন, অনেক আগেই মৃত্যু হয়েছে কুশল পঞ্জাবির৷ আর এসব ভেবেই কষ্টে কুকড়ে যাচ্ছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা (Chetan Hansraj) চেতন হংসরাজ৷

আরও পড়ুন : 'শরীর কাঁপছে থরথর করে', কুশলের শেষ কথা ভুলতে পারছেন না চেতন
তিনি বলেন, (Kushal Punjabi) কুশলের মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি৷ কুশলের মতো এক প্রাণখোলা, দিলদরিয়া মানুষ কীভাবে হঠাত এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন, তা বুঝতে পারছেন না চেতন৷ বেশ কিছুদিন ধরেই কুশলের সঙ্গে তাঁর স্ত্রী অড্রের সমস্যা চলছিল৷ দুজনে বিচ্ছেদের তোড়জোড়ও করছিলেন৷ তাই বলে এই নয় যে, আচমকাই আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে হবে৷ কুশলের সঙ্গে সব কথাই হতে তাঁর৷ কিছু তাঁর কাছের বন্ধু কুশল কখনও যে এতটা মনমরা হয়ে গিয়ে চরম সিদ্ধান্ত নিতে চলেছেন, তা টের পাননি চেতন৷

আরও পড়ুন : কুশলের মতো হাসিখুশি মানুষ কীভাবে আত্মহত্যা করতে পারেন? মুখ খুলেন প্রাক্তন বান্ধবী
পাশাপাশি কুশলের মৃত্যুর পর এবার বেশ কয়েকদিনের জন্য মুম্বই ছাড়তে চলেছেন চেতন হংসরাজ৷ কুশলের মৃত্যুকে মেনে নিতে পারছেন না কোনওভাবেই৷ সেই কারণেই গুজরাটে নিজের বাড়িতে গিয়ে বেশ কয়েকদিন থাকতে চাইছেন চেতন৷ কাছের মানুষদের সঙ্গে থাকলে যদি কুশলের মৃত্যুর দুঃখ, কষ্ট মন থেকে মুছে ফেলতে পারেন, সেই কারণেই এবার (Mumbai) মুম্বই ছেড়ে (Gujrat) গুজরাটে যাচ্ছেন চেতন হংসরাজ৷

আরও পড়ুন : স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, ছেলের সঙ্গে দূরত্বই কি মৃত্যুর দিকে ঠেলে দেয় কুশল পঞ্জবিকে?
প্রসঙ্গত ২৬ ডিসেম্বর ব্যান্দ্রায় নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন অভিনেতা কুশল পঞ্জাবি৷ তাঁর মৃত্যুতে টেলি জগতসহ (Bollywood) বলিউডেও শোকের ছায়া নেমে আসে৷

.