কুশল পঞ্জাবির স্মরণে প্রার্থনা সভা, ওড়নায় মুখ ঢেকে হাজির স্ত্রী অড্রে ডেলহান

ভাইরাল হয়ে যায় ভিডিয়ো

Edited By: জয়িতা বসু | Updated By: Dec 31, 2019, 03:21 PM IST
কুশল পঞ্জাবির স্মরণে প্রার্থনা সভা, ওড়নায় মুখ ঢেকে হাজির স্ত্রী অড্রে ডেলহান

নিজস্ব প্রতিবেদন : কুশল পঞ্জাবির (Kushal Punjabi) মৃত্যু নিয়ে জল্পনা অব্যাহত৷ কুশলের মতো হাসিখুশি, দিলদরিয়া মানুষ কীভাবে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন৷ এসবের মধ্যেই কুশলকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন টেলি তারকারা৷

আরও পড়ুন : বছর শেষে গোয়ায় হাজির মালাইকা, দেখুন রাতভর পার্টির ঝলক
প্রয়াত অভিনেতার কাছের বন্ধু চেতন হংসরাজ থেকে শুরু করে অপূর্ব অগ্নিহোত্রী, শিল্পা সাকলানি, ডেলনাজরা হাজির হন শেষ শ্রদ্ধা জানাতে৷ সেখানে কুশল পঞ্জাবির পরিবারের সঙ্গে হাজির হতে দেখা যায় স্ত্রী অড্রে ডেলহানকে৷ সাদা সালওয়ার পরে ওড়নায় মুখ ডেকে কুশল পঞ্জাবির শ্রদ্ধা অনুষ্ঠানে হাজির হন৷ অড্রে-কে ঘিরে তাঁর পরিবারের লোকেরা হাজির হন৷ পাশাপাশি ক্যামেরার ফ্ল্যাশ যাতে কোনওভাবেই বিরক্ত করতে না পারে অড্রে-কে, সেই কারণে মুখ ঢেকে হাজির হওয়া থেকে শুরু করে, গাড়ির কালো কাচ উঠিয়ে সেখানে থেকে চলে যান প্রয়াত অভিনেতার ইউরোপিয়ান স্ত্রী৷

আরও পড়ুন : কুশলের মৃত্যুর জন্য স্ত্রীকে দায়ি করা উচিত নয়, মুখ খুললেন টেলি অভিনেত্রী
কুশল পঞ্জাবির মৃত্যু নিয়ে ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে চাননি (Audrey Dolhen) অড্রে ডেলহান এবং তাঁর পরিবারের লোকেরা৷
দেখুন সেই ভিডিয়ো...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

এদিকে কুশল পঞ্জাবির মৃত্যুর জন্য শুধুমাত্র তাঁর স্ত্রীকে দোষারোপ করা উচিত নয় বলে স্পষ্ট জানান টেলি অভিনেত্রী সুরভি তিওয়ারি৷ তিনি বলেন, যে কারণই হোক না কেন, কুশলের মৃত্যুর জন্য শুধুমাত্র তাঁর স্ত্রীর দিকে আঙুল তোলা কোনওভাবেই উচিত নয়৷

আরও পড়ুন :  'শেষ রক্ষা করতে পারলাম না', কুশল পঞ্জাবির মৃত্যুতে ভেঙে পড়লেন একতা কাপুর
প্রসঙ্গত গত ২৬ ডিসেম্বর (Mumbai) মুম্বইয়ের ব্যান্দ্রার ফ্ল্য়াট থেকে উদ্ধার করা হয় অভিনেতা কুশল পঞ্জাবির মৃতদেহ৷ সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বছর ৪৫-এর অভিনেতা৷ কী কারণে কুশল আত্মহত্যা করেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস৷ তবে মৃত্যুর জন্য় কাউকে দায়ি করেননি অভিনেতা৷ সুইসাইড নোটে সে কথাও স্পষ্ট করে জানিয়েও যান কুশল পঞ্জাবি৷

.