বরুণ ধাওয়ানকে খোলা চ্যালেঞ্জ করলেন কেআরকে!

Updated By: Sep 1, 2017, 04:38 PM IST
বরুণ ধাওয়ানকে খোলা চ্যালেঞ্জ করলেন কেআরকে!

ওয়েব ডেস্ক: বিতর্ক তৈরি করা অভ্যাস হয়ে গিয়েছে কেআরকে-র। স্ব-ঘোষিত সিনেমা সমালোচক তিনি। এর আগেও বহু তারকাকে নিজে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। এবার বদলাপুর অভিনেতা বরুণ ধাওয়ানকে খোলা চ্যালেঞ্জ জানালেন কেআরকে।

খুব শীঘ্রই মুক্তি পাবে বরুণ ধাওয়ানের নতুন ছবি জুড়য়া টু । সেই ছবিটিকেই নষ্ট করে দেওয়ার চ্যালেঞ্জ জানালেন কেআরকে। টুইটারে কেআরকে জানিয়েছেন যে, তিনি এর আগে শাহরুখ খানের যব হ্যারি মেট সেজল, সলমন খানের টিউবলাইট, এছাড়া, রইস, রঙ্গুন, রাবতা প্রভৃতি ছবিগুলিকে নষ্ট করে দিয়েছিলেন। বক্স অফিসে তিনিই নাকি চলতে দেননি। এবার সেই একই হুমকি দিলেন বরুণ ধাওয়ানকেও। তাঁর নতুন ছবি জুড়য়া টু-কেও চলতে দেবেন না বলে জানিয়েছেন। বলেছেন, তিনি বরুণের ছবি চলতে দেবেন না। যদিও কেআরকে-র সেই টুইটের কোনও জবাব দেননি বরুণ।

জানেন প্রথম দিনেই কত কোটির ব্যবসা করল অজয় দেবগণ-এমরান হাসমির ‘বাদশাহো’?

আবার বিয়ে করলেন আফতাব শিবদাসানি, জানেন কাকে?

.