অমিতাভ বচ্চনের গলায় ব্যথার জন্যই বন্ধ হয়ে যাচ্ছে ‘কৌন বনেগা ক্রোড়পতি ৯’

Updated By: Oct 23, 2017, 04:38 PM IST
অমিতাভ বচ্চনের গলায় ব্যথার জন্যই বন্ধ হয়ে যাচ্ছে ‘কৌন বনেগা ক্রোড়পতি ৯’

নিজস্ব প্রতিবেদন: যেদিন থেকে ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ৯’ শুরু হয়েছে, সেদিন থেকে রাত ৯টা বাজলেই টেলিভিশনের সামনে বসে পড়া বহু মানুষের অভ্যাস হয়ে গিয়েছিল। টেলিভিশন সেটের সামনে বলিউড মেগাস্টার আর তাঁর ‘কম্পিউটার জি-র’ প্রশ্ন। এই অভ্যাস হয়ে গিয়েছিল এতদিন। কিন্তু হঠাত্‌ ছন্দপতন। আচমকাই বন্ধ হয়ে যাচ্ছে ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ৯’। কিন্তু কেন হঠাত্‌ বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় এই কুইজ শো?

‘বাহুবলী’ প্রভাসের জন্মদিনে রোম্যান্টিক উপহার ‘দেবসেনা’ অনুষ্কার

‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ৯’ বন্ধ হয়ে খবর শোনা যাওয়ার পর বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন তাঁর ব্লগে লেখেন যে, খুব মন খারাপের সঙ্গে তিনি জানাচ্ছেন যে, গলায় ব্যথা এবং খাবার গিলতে সমস্যা হওয়ার জন্যই তাঁকে এই শো ছাড়তে হচ্ছে। শোয়ের ফাইনাল এপিসোডের শ্যুটিং করার জন্যেও তাঁকে অ্যান্টিবায়োটিক এবং পেন কিলার খেতে হয়। তবেই তিনি শেষ দিনের এপিসোড শ্যুটিং করতে পারেন। তবে, মন খারাপের পাশাপাশি একটা মন ভালো করা খবরের ইঙ্গিতও তিনি দিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, কয়েকমাস পর আবার এই কুইজ শো দর্শকদের কাছে ফিরতেও পারে। এখন এটাই প্রার্থনা যে, তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।

এই বছর আমিরের দিওয়ালিতে পার্টিতে গেলেন না সলমন

.