রামলীলার চুমু ছেঁটে ছোট করল বোর্ডের কাঁচি
রামলীলায় ছিল একটি লম্বা চুম্বন দৃশ্য। তাই শুধু ইউ/এ সার্টিফিকেট দিয়েই থেমে থাকেনি সেন্সর বোর্ড। চুম্বন দৃশ্যের দৈর্ঘ্যও কেটে ছোট হয়ে গেছে বোর্ডের কাঁচিতে।
রামলীলায় ছিল একটি লম্বা চুম্বন দৃশ্য। তাই শুধু ইউ/এ সার্টিফিকেট দিয়েই থেমে থাকেনি সেন্সর বোর্ড। চুম্বন দৃশ্যের দৈর্ঘ্যও কেটে ছোট হয়ে গেছে বোর্ডের কাঁচিতে।
সেন্সর বোর্ডের কীর্তিতে যথেষ্ট বিরক্ত রনবীর সিং। বলেন, "আমার মনে হয় চুম্বন দৃশ্য নিয়ে আপত্তি থাকার কোনও কারণ নেই। দৃশ্যটা খুব সুন্দর। আমি এটা বিশ্বাস করি না যে দৈর্ঘ্যের কারণে দৃশ্যটা কাটা হয়েছে। হিন্দী ছবির সেরা চুম্বন দৃশ্য এটা।"
শুধু চুম্বন দৃশ্য নয়। আরও ১১টি দৃশ্য ছেঁটে ফেলতে হয়েছে পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে। কিছু শব্দ, অঙ্গভঙ্গি ও একটি মদ্যপানের দৃশ্য রয়েছে এর মধ্যে। গুজরাতের মদ নিষিদ্ধ। আর সেই গুজরাতই রামলীলার পটভূমি হওয়ার কারণে বনশালিকে বাদ দিতে হয়েছে দৃশ্যটি। আগামী ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে রামলীলা।