'হট' ফটোশ্যুটে উষ্ণতা ছড়াচ্ছেন ক্যাটরিনা

এক নিজের এক বোল্ড ফটোশ্যুটের ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ক্যাট।

Updated By: Jul 4, 2018, 06:19 PM IST
'হট' ফটোশ্যুটে উষ্ণতা ছড়াচ্ছেন ক্যাটরিনা

নিজস্ব প্রতিবেদন: 'টাইগার জিন্দা হ্যায়' ছবির মুক্তির পর ক্যাটরিনা আপাতত সলমনের 'দাবাং' ট্যুরের জন্য আমেরিকা, কানাডা ঘুরে বেড়াচ্ছেন। তবে যেখানেই থাকুন না কেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্যাটরিনা সবসময়ই তাঁর ভক্তদের সঙ্গে অনেক ছবি, ভিডিও শেয়ার করে থাকেন। সম্প্রতি, এক নিজের এক বোল্ড ফটোশ্যুটের ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ক্যাট।

ক্যাটরিনার এই বোল্ড ফটোশ্যুটের ছবি ও ভিডিও দেখলে আপনিও মুগ্ধ না হয়ে পারবেন না...

 

 

A post shared by Katrina Kaif (@katrinakaif) on

 

 

 

 

 

ক্যাটরিনার পোস্ট করার এই বোল্ড ফটোশ্যুটের ছবি ও ভিডিও সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে। কিছুদিন আগে তাঁর খ্যাতনামা 'শিলা কি জাওয়ানি' নাচটি নতুনভাবে প্রদর্শন করেন ক্যাট, সেই ভিডিওটিও তিনি সোশ্যাল সাইটে পোস্ট করেন।

 

 

প্রসঙ্গত, খুব শীঘ্রই আনন্দ এল রাই-এর 'জিরো' ছবিতেও শাহরুখ, অনুষ্কা শর্মার সঙ্গে দেখা যাবে ক্যাটরিনাকেও, পাশাপাশি 'ঠগস অফ হিন্দুস্থান'-এ আমির খান, অমিতাভ বচ্চনের সঙ্গেও অভিনয় করছেন তিনি।

আরও পড়ুন-'ভারত'এর জন্য দিশার এই স্টান্ট অভ্যাসের ভিডিও আপনাকেও মুগ্ধ করবে

.