ছেলেবেলার ছবি শেয়ার করলেন ক্যাটরিনা, দেখুন তো চিনতে পারেন কিনা?

 সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের ছেলেবেলার ছবি পোস্ট করেছেন ক্যাট। 

Updated By: Apr 11, 2019, 04:08 PM IST
ছেলেবেলার ছবি শেয়ার করলেন ক্যাটরিনা, দেখুন তো চিনতে পারেন কিনা?

নিজস্ব প্রতিবেদন: আজকাল মাঝে মধ্যেই নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে দেখা যায় ক্যাটরিনা কাইফকে। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের ছেলেবেলার ছবি পোস্ট করেছেন ক্যাট। 

ক্যাটরিনার এই ছেলেবেলার ছবির পিছনে রয়েছে গাছপালা ঘেরা এক বনভূমির ওয়ালপেপার। আর অভিনেত্রীকে একটি বন্ধগলা টপ পড়ে থাকতে দেখা যাচ্ছে। ক্যাপশানে ক্যাটরিনা লিখেছেন এভাবেই ফটোগ্রাফাররা আমাদের বোকা বানান। দেখে মনে হয় বনভূমির সামনে ছবি তোলা হয়েছে। হ্যাজট্যাগ দিয়েছেন #childhoodmemories”।

 আরও পড়ুন-'83-র ফার্স্ট লুক, দেখে নিন কপিল দেব ও তাঁর বিশ্বজয়ী দলের সবাইকে

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

প্রসঙ্গত ক্যাটরিনা কাইফ এই মুহূর্তে তাঁর আগামী ছবি 'ভারত'-এর শ্যুটিংয়ে ব্যস্ত। এটি একটি পিরিয়ড ড্রামা।  যে ছবিটির পরিচালনা করছেন পরিচালক আলি আব্বাস জাফর, প্রযোজনা করছেন অতুল অগ্নিহোত্রী ও অলভিরা খান অগ্নিহোত্রী। ছবিতে ক্যাটরিনার বিপরীতে দেখ যাবে সলমন খানকে। প্রসঙ্গত ক্যাটরিনার পাশাপাশি বলিউডে পা রাখতে চলেছেন তাঁর বোন ইসাবেলা কাইফও। 

আরও পড়ুন-সবাই চুপ! 'কণ্ঠ'র প্রথম গানে উঠে এল এক টুকরো ভালোবাসার গল্প, গল্প বলছেন জগন্নাথ বসু-উর্মিমালা বসু

.