'হায়দর'-এ অভিনয়ের পর লস্কর-ই-তইবায় যোগ, সেনার গুলিতে নিহত শাহিদ কাপুরের সহঅভিনেতা

শাহিদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি 

Updated By: Dec 14, 2018, 12:50 PM IST
'হায়দর'-এ অভিনয়ের পর লস্কর-ই-তইবায় যোগ, সেনার গুলিতে নিহত শাহিদ কাপুরের সহঅভিনেতা

নিজস্ব প্রতিবেদন : শাহিদ কাপুরের সঙ্গে 'হায়দর'-এ স্ক্রিন শেয়ার করেছিল। ওই সময় ক্লাস সিক্সে পড়েও, টেলিভিশনের পর্দায় নজর কেড়েছিল কাশ্মীরি ছাত্র। কিন্তু, ২০১৪ সালে রুপোলি পর্দায় হাজির হয়েও এবার দুনিয়া থেকে হারিয়ে গেল সাকিব বিলাল। তাও আবার সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে। অবাক লাগছে শুনে?

আরও পড়ুন : সে কি! শিগগিরই নাকি নতুন খবর দেবেন প্রিয়াঙ্কা-নিক?
ঘটনাটা খুলে বলা যাক তাহলে। সম্প্রতি শ্রীনগরের মুজগন্ধে সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়। সেনার গুলিতে নিহত হয় বছর পনেরোর জঙ্গি সাকিব বিলাল। এরপর মৃতদেহ সনাক্তকরণের পর জানা যায়, ২০১৪ সালে শাহিদ কাপুর এবং তব্বুর সিনেমা 'হায়দর'-এ অভিনয় করেছিল সাকিব। কিন্তু, এরপর যেন জীবন অন্যদিকে মোড় নেয় ওই কাশ্মীরি  ছাত্রের। লস্কর-ই-তইবায় যোগ দিয়ে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে হাত মেলায় বছর পনেরোর ওই যুবক। 

আরও পড়ুন : আসছে ছোট্ট অতিথি, সুখবর দিলেন যুবরাজ-হেজেল

সম্প্রতি সেনা বাহিনীর সঙ্গে লস্কর-ই-তইবা জঙ্গিদের গুলির লড়াই শুরু হলে, বাহিনীর হাতে নিহত হয় সাকিব। তার সঙ্গে আলি ভাই নামে পাকিস্তানের আরও এক জঙ্গির ম্র্তদেঃ মৃতদেহও সনাক্ত করা হয় বলে খবর।
 প্রসঙ্গত 'হায়দর'-এ শাহিদ কাপুরের সঙ্গে দুই দৃশ্যে দেখা যায় সাকিবকে। প্রথমে একজন উপত্যকার একজন সাধারণ ছাত্রের ভূমিকায় দেখা মেলে তার। এরপর বাস দুর্ঘটনায় একজন আহতের ভূমিকাতেও দেখা যায় সাকিবকে।

.