রণধীর কাপুরের ৭৩-এর জন্মদিন সেলিব্রেট করলেন দুই মেয়ে করিশ্মা-করিনা
করিশ্মার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঠে এসেছে রণধীর কাপুরের জন্মদিন সেলিব্রেশনের ছবি।
নিজস্ব প্রতিবেদন : ১৫ ফেব্রুয়ারি ৭৩ বছরে পা দিলেন প্রাক্তন অভিনেতা রণধীর কাপুর। প্রত্যেকবারের মত এবারও বাবার জন্মদিন সেলিব্রেট করলেন দুই মেয়ে করিশ্মা-করিনা। করিশ্মার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঠে এসেছে রণধীর কাপুরের জন্মদিন সেলিব্রেশনের ছবি।
রণধীর কাপুরের জন্মদিনে শুধু 'কাপুর সিস্টার্স' করিনা-করিশ্মাই নন হাজির ছিলেন অভিনেতার স্ত্রী ববিতা কাপুর, জামাই সইফ আলি খান। ভাই রাজীব কাপুর, বোন রিমা জৈন, ভাগ্নী নাতাশা নন্দা সহ পরিবারের অন্যান্যরা। বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে করিশ্না লেখেন, ''Happy birthday my handsome Papa. We love your #happybirthday #papalove #family."
আরও পড়ুন-সদ্যোজাতকে পরম যত্নে জড়িয়ে ধরেছেন কোয়েল, ছবি পোস্ট অভিনেত্রীর
আরও পড়ুন-পারিবারিক মুহূর্তে অভিনেতা সোহম চক্রবর্তী, অভিনেতার পারিবারিক এই ছবিগুলি দেখেছেন?
তবে অবশ্য এই প্রথম নয়, প্রত্যেকবারই বাবা রণধীর কাপুরের জন্মদিন ঘটা করে সেলিব্রেট করেন করিশ্মা-করিনা। করিনা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না হলেও করিশ্মা অবশ্য বেশ অ্যক্টিভ। প্রায়ই পারিবারিক নানান অনুষ্ঠানের ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি পিসতুতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন লোলো।
আরও পড়ুন-বাঙালি কন্যা, অভিনেত্রী মৌনি রায়ের ফ্ল্যাটের অন্দরমহল ঠিক কেমন?