জানেন কঙ্গনা রানাওয়াতকে কী নামে ডাকলে রেগে যাচ্ছেন?

জানেন কি বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াতকে কী নামে ডাকলে তিনি রেগে যান? তনু ওয়েডস মনু, রিটার্ন-এর শুটিং চলাকালীন নাকি কিং আঙ্কেল নাম দেয়া হয় কঙ্গনাকে। অতিরিক্ত নিয়মানুবর্তিতা দেখানোর জন্যই এই নাম দেওয়া হয় তাঁকে। সবাই তাঁকে এই নামেই ডাকছিলেন।

Updated By: Sep 20, 2016, 01:21 PM IST
 জানেন কঙ্গনা রানাওয়াতকে কী নামে ডাকলে রেগে যাচ্ছেন?

ওয়েব ডেস্ক: জানেন কি বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াতকে কী নামে ডাকলে তিনি রেগে যান? তনু ওয়েডস মনু, রিটার্ন-এর শুটিং চলাকালীন নাকি কিং আঙ্কেল নাম দেয়া হয় কঙ্গনাকে। অতিরিক্ত নিয়মানুবর্তিতা দেখানোর জন্যই এই নাম দেওয়া হয় তাঁকে। সবাই তাঁকে এই নামেই ডাকছিলেন।

আরও পড়ুন যে তিন নেতাদের কারণে সবথেকে বেশি মানুষ মারা যাচ্ছে রোজ
 
কিং আঙ্কেল বলিউডেরই একটি সিনেমার নাম। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া জ্যাকি শ্রফ ও শাহরুখ খান অভিনীত ওই ছবির নাম কঙ্গনাকে দেওয়ার কারণ হল, কঙ্গনা নাকি শুটিং স্পটে পৌঁছেই খুবই খিটখিট করতেন! এটা ঠিকঠাক হচ্ছে না, সেটা কেন সময়মতো হয়নি- এরকম নানা ব্যাপার নিয়ে তাঁর বকুনির মুখে পড়তেন শুটিং-দলের প্রায় সবাই। জ্যাকি শ্রফ অভিনীত কিং আঙ্কল-এর মতো এরকম রাগ আর নিয়মানুবর্তিতা দেখানোর জন্য এই নামটিই দেওয়া হয় নায়িকাকে! কঙ্গনা মোটেই এই নামকে সহজ ভাবে নিতে পারেননি! সেই জন্যই কিং আঙ্কল শব্দটা শুনলেই রেগে নাকি লাল হয়ে যান এই নায়িকা।

আরও পড়ুন  সলমন খানের বিয়ের প্রশ্নে কী উত্তর দিলেন আরবাজ খান?

.