ইন্দো-ব্রিটিশ প্রযোজনায় কঙ্গনা এবার রানি লক্ষ্মী বাই

কুইন ও তনু ওয়েডস মনু রিটার্নস ছবিতে অসাধারণ অভিনয়ের পর কঙ্গনা রওনতই এখন প্রযোজকদের ফেভরিট। এবার ইন্দো ব্রিটিশ প্রযোজনায় রানি লক্ষ্মী বাইয়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন কঙ্গনা।

Updated By: Jun 26, 2015, 09:38 AM IST
ইন্দো-ব্রিটিশ প্রযোজনায় কঙ্গনা এবার রানি লক্ষ্মী বাই

ওয়েব ডেস্ক: কুইন ও তনু ওয়েডস মনু রিটার্নস ছবিতে অসাধারণ অভিনয়ের পর কঙ্গনা রওনতই এখন প্রযোজকদের ফেভরিট। এবার ইন্দো ব্রিটিশ প্রযোজনায় রানি লক্ষ্মী বাইয়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন কঙ্গনা।

কেতন মেহতা পরিচালিত ছবিতে থাকবেন ব্রিটিশ অভিনেতা হিউ গ্রান্টও। জেনারেল হিউ রোজের ভূমিকায় দেখা যাবে তাকে। আপাতত এই চরিত্রের জন্য কঠোর অনুশীলনের মধ্যে থাকতে হবে কঙ্গনাকে। তাই আগামী বছরের আগে শুরু হচ্ছে না শুটিং। একই সঙ্গে হিন্দি ও ইংরেজিতে শুটিং হবে রানি লক্ষ্মী বাইয়ের।

অপাতত নিখিল আডবাণীর কাট্টি বাট্টি ছবি নিয়ে ব্যস্ত কঙ্গনা। এই ছবিতে তার বিপরীতে রয়েছেন ইমরান খান।

.