Oxygen Crisis: 'গাছ লাগান', সমাধান বলেও ট্রোলের শিকার Kangana Ranaut
একের পর এক মেমে ভরে যায় টুইটার
নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ওয়েভে দেশজুড়ে যখন অক্সিজেন সঙ্কট চরমে তখন নেটিজেনদের জন্য সমস্যার স্থায়ী সমাধান নিয়ে এলেন কঙ্গনা রানাউত। কিন্তু বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। বৃহস্পতিবার সকালে টুইটে একটি ভিডিও শেযার করে তিনি লেখেন, কেউ যদি দেহে অক্সিজেনের অভাব বোধ করেন তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। কিন্তু এই সমস্যার স্থায়ী সমাধান হল গাছ লাগানো। যদি তা না পারেন তাহলে অন্তত গাছ কাটবেন না। একইসাথে তিনি বলেন পুরনো জামাকাপড় পুনর্ব্যবহার করা, নিরামিষ খাওয়া ও অরগ্যানিক জীবনযাপন করাই এই সমস্যার স্থায়ী সমাধান। আর এরপরই ট্রোলের শিকার হন অভিনেত্রী।
Anybody who is feeling low levels of oxygen do try this please. Planting trees is the permanent solution, if you can’t then don’t cut them either, recycle your clothes, eat Vedic diet, live organic life, this is a temporary solution, for now this should help, Jai Shri Ram https://t.co/lBiw6VAUtT
— Kangana Ranaut (@KanganaTeam) April 21, 2021
আরও পড়ুন: 'তৃতীয় সন্তান হলেই জরিমানা বা জেল', Kangana এর মন্তব্যে উত্তাল টুইটার
— RAJU (@gv_rajen) April 21, 2021
Human Brain. Kangana's Brain. pic.twitter.com/eBBZ2mpTzz
— (@Being_Mathan) April 21, 2021
আরও পড়ুন: মা হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন নেটিজেনরা, মন খারাপ Subhashree-র
কঙ্গনার এই উপদেশ ভালোভাবে নেননি কেউ। নেটিজেনরা কঙ্গনার টুইটের পরে তাঁকে ট্রোল করে একাধিক মেম বানাতে থাকেন। কেউ তাঁর বুদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন তো কেউ সরাসরি কুরুচিকর আক্রমণ দেগে বসেন। এর আগের দিনই কঙ্গনা অভিযোগ করেন দেশে জনসংখ্যা বৃদ্ধির কারণেই মানুষ মারা যাচ্ছে। তৃতীয় সন্তান হলেই জেল বা জরিমানা, জনসংখ্যা নিয়ন্ত্রণে কঠোর আইনের দাবি তোলেন কঙ্গনা। কেউ কেউ পাল্টা টুইটে করে তোপ দাগেন যে কঙ্গনার নিজেরই ভাই ও বোন রয়েছে। সে নিয়েও বিতর্ক দানা বাঁধে।
Just plant tree when get coved+ and try to use oxygen from it.
Oxygen cylinder kisi garib ke kaam jayega..!— Amit Sharma (@AmitSharma9564) April 21, 2021