Valentine’s Day-তে কার সঙ্গে জঙ্গল সাফারিতে Kangana, ভাইরাল ছবি

কঙ্গনা নিজেই ছবি টুইট করেন 

Updated By: Feb 15, 2021, 05:30 PM IST
Valentine’s Day-তে কার সঙ্গে জঙ্গল সাফারিতে Kangana, ভাইরাল ছবি
কঙ্গনা রানাউত

নিজস্ব প্রতিবেদন : ভ্য়ালেন্টাইনস ডে-তে উঠে এলে কঙ্গনা রানাউতের নতুন ছবি। যেখানে প্রকৃতির মাঝে সময় কাটাতে দেখা যায় বলিউড কুইনকে। নিজের টুইটার হ্যান্ডেলে নতুন ছবি শেয়ার করেন কঙ্গনা। যেখানে ভালবাসা দিবসে এক্কেবার অন্যরূপে হাজির হন অভিনেত্রী।

ছবিতে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশের সতপুরা ব্যাঘ্র সংরক্ষণ এলাকায় ঘুরে বেড়াচ্ছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। হুড খোলা গাড়িতে চড়ে হাতে ক্যামেরা নিয়ে জঙ্গল সাফারিতে দেখা যায় কঙ্গনাকে। হুড খোলা গাড়ি থেকেই বিভিন্ন রূপে পোজ দিতে দেখা যায় কঙ্গনাকে। অভিনেত্রী (Actor) সেই ছবি টুইট করতেই, তাঁকে ভালবাসায় ভরিয়ে দেন অনুরাগীরা।

আরও পড়ুন : শোভনকে সঙ্গে নিয়েই দুর্নিবারের আইবুড়োভাতে Swastika

দেখুন...

 

সম্প্রতি 'ধাকড়'-এর শ্যুটিংয়ের জন্য মধ্য় প্রদেশে যান কঙ্গনা রানাউত। কঙ্গনা যখন মধ্য প্রদেশের বেটুলে ধাকড়-এর শ্যুটিং শুরু করেন, সেই সময় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। কৃষকদের স্বার্থে কঙ্গনা কেন মুখ খুলছেন না বলে অনেকে প্রশ্ন করেন। কৃষকদের স্বার্থে কঙ্গনা কেন কথা বলেননি, সেই দাবিতে বিক্ষোভ শুরু হলে, অন্য গাড়িতে করে শ্যুটিং স্পট ছাড়তে হয় বলে দাবি করেন কঙ্গনা। কোনও বিষয় নিয়ে মহিলারা সুর চড়ালে, কেন তাঁদের বিরুদ্ধে এভাবে বিক্ষোভ সংগঠিত করা হচ্ছে বলেও প্রশ্ন তোলেন বলিউড কুইন।

আরও পড়ুন : 'দ্বিতীয়বার বিয়ে করতে চাইনি', বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রণধীর কাপুর

সম্প্রতি  কৃষক আন্দোলন (Farmers' Protest) নিয়ে তীব্র বিরোধিতা শুরু করেন কঙ্গনা রানাউত। বিক্ষোভকারীদের 'জঙ্গি', 'সন্ত্রাসবাদী' বলেও কটাক্ষ করেন বলিউড কুইন। কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার সেই ক্ষোভে ঘৃতাহুতি দেয় পপ মার্কিন তারকা রিহানার টুইট। ভারতের নিজস্ব বিষয় নিয়ে রিহানা কেন মন্তব্য করছেন বলে প্রশ্ন তোলেন কঙ্গনা। এমনকী, রিহানাকে (Rihanna) নেহা কক্কর, সুনিধি চৌহানের সঙ্গে তুলনা করেও কটাক্ষ করেন বলিউড অভিনেত্রী। যা নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়ে যায়।

আরও পড়ুন : সাতপাকে বাঁধা পড়লেন সায়ন্তনী-ইন্দ্রনীল, বিয়ের আসরে টেলি তারকারা

কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা যখন সুর চড়াতে শুরু করেন, সেই সময় ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক দিয়ে সরব হন সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকর, বিরাট কোহলি, অক্ষয় কুমাররা। ভারতের নিজস্ব বিষয় নিয়ে কোনও বিদেশির কোনও মন্তব্য শোনা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তারকা মহলের একাংশ।

.