'মন্দিরকে এত ভয় পান কেন?' শাকিবের কালী পুজো উদ্বোধন নিয়ে বিতর্কের জেরে মুখ খুললেন কঙ্গনা

শাকিবকে নিয়ে জোর বিতর্খ শুরু হওয়ার পর মুখ খোলেন কঙ্গনা 

Edited By: জয়িতা বসু | Updated By: Nov 19, 2020, 01:28 PM IST
'মন্দিরকে এত ভয় পান কেন?' শাকিবের কালী পুজো উদ্বোধন নিয়ে বিতর্কের জেরে মুখ খুললেন কঙ্গনা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: কলকাতায় কালী পুজোর উদ্বোধন করতে হাজির হন শাকিব আল হাসান। সম্প্রতি এমনই একটি খবরের জেরে জোর শোরগোল শুরু হয়ে যায়। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নিয়ে বিতর্ক শুরু হতেই মুখ খোলেন শাকিব আল হাসান। শাকিব দাবি করেন, তিনি পুজো উদ্বোধন করেননি। একজন সচেতন মুসলমান হয়ে তিনি কখনও তা করবেন না বলেও স্পষ্ট জানান শাকিব।

আরও পড়ুন :  রিয়াকে পালাতে সাহায্য? ভুয়ো খবরের জেরে ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটির মানহানির মামলা অক্ষয়ের

কালী পুজোর উদ্বোধনে শাকিবের হাজিরা শীর্ষক খবরের জেরে তাঁকে খুনের হুমকি দেন মহসিন তালুকদার নামে এক ব্যক্তি। শাকিবকে হুমকি দেওয়ার পর মহসিন তালুকদারের গ্রেফতারির পর বিষয়টি নিয়ে মুখ খোলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে কঙ্গনা লেখেন, 'আপনারা মন্দিরকে এত ভয় পান কেন? কোনও কারণ কি রয়েছে এর পিছনে?' এমনকী, তিনি যদি সারা জীবন মসজিদেও কাটিয়ে দেন, তাহলেও তাঁর মন থেকে কেউ রাম নাম মুছে ফেলতে পারবেন না। মন্দিরকে কেন আপনারা এত ভয় পান বলে পালটা প্রশ্ন তোলেন কঙ্গনা।

আরও পড়ুন :  করোনা ভাইরাস হানা দিল সলমনের 'গ্যালাক্সিতে'? নিজেকে গৃহবন্দি করলেন বলিউড 'ভাইজান'

প্রসঙ্গত, শাকিবকে কুপিয়ে খুনের হুমকি দেওয়া যুবক মহসিন তালুকদারকে গ্রেফতার করে র‌্যাব। মঙ্গলবার সিলেট থেকে গ্রেফতার করা হয় ওই যুবকে।

.