'আমার রামমন্দিরে বাবর বাহিনীর হানা' : কঙ্গনা রানাউত
৩০ সেপ্টেম্বরের আগে কঙ্গনার অফিসে বাঙচুর চালানো যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে বম্বে হাইকোর্টের তরফে
নিজস্ব প্রতিবেদন: কঙ্গনা রানাউতের সঙ্গে বিএমসির বিতর্ক অব্যাহত। বুধবার সকাল থেকেই কঙ্গনার মনিকর্ণিকা অফিসের সামনে হাজির হতে শুরু করেন বিএমসির কর্মীরা। বলিউড অভিনেত্রীর পালি হিলের ওই বাংলো এবং অফিস ভেঙে দেওয়া হবে বলে ক্রমাগত হুমকি দেওয়া হয়। শুরু করা হয় ভাঙচুরের কাজও।
এরপরই কঙ্গনার অফিস নিয়ে গোটা দেশ জুড়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। কঙ্গনা রানাউতের বিএমসির অফিস নিয়ে যখন জোর তোড়জোড় শুরু হয়ে যায়, সেই সময় পালটা টুইট করেন বলিউড কুইন।
আরও পড়ুন : 'রক্ষা করুন অফিস', হুমকির পর কঙ্গনার মনিকর্ণিকা ফিল্মস ভাঙতে হাজির বিএমসি!
কঙ্গনার অফিসে কীভাবে বিএমসির তরফে ভাঙচুর চালানো হচ্ছে, সেই ছবি নিজের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেন কঙ্গনা। পাশাপাশি লেখেন, গণতন্ত্রের মৃত্যু। মুম্বইকে ফের পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন কঙ্গনা।
দেখুন...
I am never wrong and my enemies prove again and again this is why my Mumbai is POK now #deathofdemocracy pic.twitter.com/bWHyEtz7Qy
— Kangana Ranaut (@KanganaTeam) September 9, 2020
मणिकर्णिका फ़िल्म्ज़ में पहली फ़िल्म अयोध्या की घोषणा हुई, यह मेरे लिए एक इमारत नहीं राम मंदिर ही है, आज वहाँ बाबर आया है, आज इतिहास फिर खुद को दोहराएगा राम मंदिर फिर टूटेगा मगर याद रख बाबर यह मंदिर फिर बनेगा यह मंदिर फिर बनेगा, जय श्री राम , जय श्री राम , जय श्री राम pic.twitter.com/KvY9T0Nkvi
— Kangana Ranaut (@KanganaTeam) September 9, 2020
শুধু তাই নয়, নিজের মুম্বইয়ের অফিসকে রাম মন্দিরের সঙ্গে তুলনা করেন কঙ্গনা রানাউত। পাশাপাশি তাঁর রাম মন্দিরের মতো অফিসকে ভাঙচুরের জন্য হাজির হয়েছেন বাবর। এমনও দাবি করেন অভিনেত্রী।
এদিকে আগামী ৩০ সেপ্টেম্বরের আগে কঙ্গনার অফিসে কোনও ভাঙচুর চালানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় বম্বে হাইকোর্টের তরফে।