২৯-এ 'ক্যুইন কঙ্গনা', বার্থ ডে গালের ৫ অফ স্ক্রিন তথ্য যা আপনি জানেন না
২৩ মার্চ ২০১৬, ২৯-এ পা রাখলেন বলিউড 'ক্যুইন' কঙ্গনা। অন-স্ক্রিন কঙ্গনার বহুমুখীতা সবার নজর কেড়েছে। জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রীর বর্তমান সময়ের বিতর্ক নিয়েও ওয়াকিবহল গোটা দুনিয়া। গুগুলে প্রচুর শব্দ লেখা থাকলেও জানা হয়নি পছন্দের অভিনেত্রীর অফ-স্ক্রিন রহস্য। এবার জেনে নিন বার্থ ডে গালের ৫ অফ-স্ক্রিন তথ্য যা আপনি জানেন না।
ওয়েব ডেস্ক: ২৩ মার্চ ২০১৬, ২৯-এ পা রাখলেন বলিউড 'ক্যুইন' কঙ্গনা। অন-স্ক্রিন কঙ্গনার বহুমুখীতা সবার নজর কেড়েছে। জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রীর বর্তমান সময়ের বিতর্ক নিয়েও ওয়াকিবহল গোটা দুনিয়া। গুগুলে প্রচুর শব্দ লেখা থাকলেও জানা হয়নি পছন্দের অভিনেত্রীর অফ-স্ক্রিন রহস্য। এবার জেনে নিন বার্থ ডে গালের ৫ অফ-স্ক্রিন তথ্য যা আপনি জানেন না।
হিমাচল কানেকশন
কঙ্গনা রানাওয়াতে হিমাচল প্রদেশের সুরজপুরে জন্মগ্রহণ করেন। বড় হয়ে ওঠা দিল্লি ও চণ্ডীগড়েই। ছোটবেলায় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গেই নিজের অভিনয়ের প্রতি আস্থা বাড়ে, বেছে নেন সিনেমাকে।
থিয়েটারের ক্লাস
কঙ্গনা একজন দক্ষ থিয়েটার অভিনেত্রী। এমনকি গ্যাংস্টারে (২০০৬) নিজের প্রথম বলিউড ডেবিউ হয় থিয়েটার থেকেই।
২ বার জাতীয় পুরস্কার জয়
প্রথমবার ২০০৮। মধুর ভান্ডারকার পরিচালিত ফ্যাশন ছবিতে শ্রেষ্ঠ সহ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার জয়।
দ্বিতীয়বার ২০১৪। এবার আর সহ অভিনেত্রী নন। শ্রেষ্ঠ অভিনাত্রীর শিরোপা ওঠে কঙ্গনার মাথায়।
কঙ্গনার পরিবার
কঙ্গনার বড় দিদি রঙ্গোলিই তাঁর ম্যানেজার হিসেবে কাজ করেন। ছোট ভাই অকশত সেভাবে বলিউডে আগ্রহ দেখাননি। দাদু ছিলেন একজন IAS। আর প্রোপিতামহ ছিলেন বিধায়ক।
ফ্যাশন ও কঙ্গনা
না সিনামে 'ফ্যাশন' নয়। কথা হচ্ছে কঙ্গনার ফ্যাশন নিয়ে। ২০১০, Verve's most powerful women জয়ী। ২০১২, তাঁকে আখ্যা দেওয়া হয় Best Dressed Personality People magazine।