Kancha Badam Fame Bhuban Badyakar: গানের পর এবার অভিনয়, বাংলা ধারাবাহিকে ‘কাঁচা বাদাম’-খ্যাত ভুবন বাদ্যকর

Kancha Badam Fame Bhuban Badyakar: গানের পর এবার অভিনয়ের দুনিয়ায় পা রাখলেন ভুবন বাদ্যকর। সম্প্রতি শুরু হওয়া এক সিরিয়ালে বাবার ভূমিকায় কাঁচা বাদামের গায়ক। ‘দাদাগিরি’ থেকে ‘ইস্মার্ট জোড়ি’, একাধিক রিয়ালিটি শোয়ে দেখা গেছে তাঁকে।  তবে এবার ধারাবাহিকে হাতেখড়ি ভুবনের।

Updated By: Apr 2, 2023, 04:45 PM IST
Kancha Badam Fame Bhuban Badyakar: গানের পর এবার অভিনয়, বাংলা ধারাবাহিকে ‘কাঁচা বাদাম’-খ্যাত ভুবন বাদ্যকর

Kancha Badam Song, Badam Kaku Bhuban Badyakar in bengali Serial, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাঁচা বাদাম গেয়ে এক গানেই বাজিমাত করেছিলেন বীরভূমের ছোট্ট এক বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। নিজের বাদাম বিক্রির জন্য বেঁধেছিলেন একটি গান। গ্রামে গঞ্জে এ দৃশ্য কিছু নতুন নয়, অনেকেই তাঁদের জিনিস বিক্রির জন্য ছড়া তৈরি করেন, তবে এই ছড়াগানই বদলে দিয়েছে ভুবন বাদ্যকরের জীবন। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তাঁর লেখা ও সুর করা 'কাঁচা বাদাম গান'। তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। কিন্তু এরপরই জালিয়াতির শিকার হওয়ার দাবি জানিয়েছিলেন ভুবন। তবে এবার সুখবর শোনালেন বাদাম কাকু।

আরও পড়ুন- Aishwaya Rai Bachchan| Rekha: আম্বানির পার্টিতে একান্তে ঐশ্বর্য-রেখা, অমিতাভের নাতনিকে জড়িয়ে ফ্রেমবন্দি অভিনেত্রী...

গানের পর এবার অভিনয়ের দুনিয়ায় পা রাখলেন ভুবন বাদ্যকর। সম্প্রতি শুরু হওয়া এক সিরিয়ালে বাবার ভূমিকায় কাঁচা বাদামের গায়ক। ‘দাদাগিরি’ থেকে ‘ইস্মার্ট জোড়ি’, একাধিক রিয়ালিটি শোয়ে দেখা গেছে তাঁকে।  তবে এবার ধারাবাহিকে হাতেখড়ি ভুবনের। তিনি নিজেই জানিয়েছেন, মাস তিনেক আগে এই ধারাবাহিকের শ্যুটিং করেছেন তিনি। ধারাবাহিকে প্রেম করে বিয়ে করতে চায় মেয়ে, কিন্তু সেই বিয়েতে মত নেই বাবার। মেয়ের বাবার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। মোট দু-দিন কলকাতায় শ্যুটিং করেছেন তিনি। পারিশ্রমিক হিসাবে পেয়েছেন চল্লিশ হাজার টাকা।

আরও পড়ুন- Arijit Singh Viral Video: বিমানবন্দরে জড়িয়ে ধরলেন স্ত্রীকে, ধোনির পা ছুঁয়ে প্রণামের পর ফের ভাইরাল অরিজিৎ সিং...

কিছুদিন আগেই ভুবন বাদ্যকর অভিযোগ করেছিলেন, ‘কাঁচা বাদাম’ গান সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও গেয়ে পোস্ট করলেই কপিরাইটের কেস দেওয়া হচ্ছে তাঁকে। যে গান গাওয়ার জন্য তিনি সব জায়গায় ডাক পান, সেই গান গাইলেই বিপত্তি। ফলে রোজগারপাতি বন্ধ হয়ে গিয়েছে বাদাম কাকুর। তিনি বলেন, গোপাল নামের এক ব্যক্তি তাকে তিন লাখ টাকা দিয়ে বলেছিলেন সে তার চ্যানেলে ঐ গানটা চালাবে। সেই মতো চুক্তির পেপারে সই করেন তিনি। কিন্তু এরপর থেকেই আর কোথাও সেই গান গাইতে পারছেন না তিনি।গোপাল নামের ঐ ব্যক্তির বিরুদ্ধে মামলাও করেছেন ভুবন বাদ্যকর।

আরও পড়ুন- Nusrat Jahan: লাল শাড়িতে মোহময়ী নুসরত, ‘বোনুয়া’র ছবিতে বিশেষ মন্তব্য মিমি-শ্রাবন্তীর...

প্রসঙ্গত, এর আগেও তিনি পুলিসের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, তাঁর তৈরি গান গেয়ে অনলাইনে লক্ষ লক্ষ টাকা আয় করছেন ইউটিউবাররা । কিন্তু সেই গানের কপিরাইটের কোনও টাকা তিনি পাচ্ছেন না। ভুবনবাবুর দাবি ছিল, তাঁর এই গান ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ইউটিউব মাধ্যমে এই গান গেয়ে প্রচুর মানুষ টাকা রোজগার করছেন, কিন্তু তিনি কিছুই পাচ্ছেন না। ভুবনবাবু জানান, তাঁর গান ভাইরাল হওয়ায় প্রচুর মানুষ প্রত্যেকদিন তাঁর বাড়িতে ভিড় করছেন। সকলে তাঁর গানের ভিডিও রেকর্ডিং করছেন। আজ সেগুলি সোশ্যাল মাধ্যমে দিয়ে টাকাও আয় করছেন, কিন্তু তিনি কিছুই পাচ্ছেন না। এই গানের কপিরাইট হওয়া উচিত তাঁর নামে। তবে এবার ঠকিয়ে তাঁকে দিয়ে সই করিয়ে নেওয়ার অভিযোগ করেছেন বাদামকাকু ভুবন বাদ্যকর। তবে এবার তিনি জানিয়েছেন যে, গানের পাশাপাশি তিনি অভিনয়ও করছেন। আগামী দিনে যদি কেউ তাঁকে অভিনয়ের অফার দেন, তাহলে অবশ্যই তিনি অভিনয় করবেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.