সার্জিক্যাল স্ট্রাইক ২: বায়ুসেনাকে শুভেচ্ছা দক্ষিণী তারকাদের
খুশির হাওয়া বলিউড থেকে শুরু করে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও।
নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামা জঙ্গি হামলার ১২ দিনের মাথায় পাকিস্তানকে প্রত্য়াঘাত করেছে ভারতীয় বায়ু সেনার। মঙ্গলবার ভোর রাতে নিয়ন্ত্রণ রেখা পার করে পাকিস্তান অধীকৃত কাশ্মীরের জঙ্গী ঘাঁটিতে হামলা চালায় বায়ুসেনার মিরাজ ২০০০ ফাইটার জেট। ১০০০ কেজি বিস্ফোরকের মাধ্যমে নিমেশে গুঁড়িয়ে যায় জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিগুলি। এখনও পর্যন্ত পাওয়া খবরে মৃত্যু হয়েছে প্রায় ২০০-৩০০ জঙ্গির। সব মিলিয়ে ভারতীয় সেনার শহিদ হওয়ার যোগ্য জবাবে কার্যত খুশি গোটা দেশ। খুশির হাওয়া বলিউড থেকে শুরু করে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও।
পাকিস্তানকে প্রত্যাঘাত করার ঘটনায় দেশের সেনাকে টুইট করে মঙ্গলবার সকালেই স্যালুট জানিয়েছেন বলি তারকারা। তবে পিছিয়ে নেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারাও। কমল হাসান, রাজামৌলি, মহেশ বাবু থেকে অনেকেই ভারতীয় সেনাকে শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন-সার্জিক্যাল স্ট্রাইক ২: ভারতীয় সেনাকে স্যালুট জানালেন বলি তারকারা
দেখুন কে কী লিখেছেন...
Our country gives a fitting reply. #IndiaStrikesBack . Salute to the Indian Air Force #JaiHind
— Jr NTR (@tarak9999) February 26, 2019
Extremely proud of our #IndianAirForce. Salutes to the brave pilots of IAF
— Mahesh Babu (@urstrulyMahesh) February 26, 2019
Salute to the #IndianAirForce
JAI HIND. #IndiaStrikesBack— rajamouli ss (@ssrajamouli) February 26, 2019
#IndiaStrikesBack and how! It is time the world knows that we will not sit back. Hearty congratulations to the #IndianAirForce. #JaiHind
— Kalyanram Nandamuri (@NANDAMURIKALYAN) February 26, 2019
Super proud of the #IndianAirForce! I salute this act of bravery!
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) February 26, 2019
India gives it back A big salute to the brave heroes of our #IndianAirForce
Jai Hind #IndiaStrikesBack— Kajal Aggarwal (@MsKajalAggarwal) February 26, 2019
#SurgicalStrike #IndianAirForce #Salute #VandeMataram
— soundarya rajnikanth (@soundaryaarajni) February 26, 2019
Thank you #IndianAirForce also a big salute to all the men in Uniform having sleepless nights to protect the Nation & Us #QuiteNoMore #IndiaStrikesBack #IndianAirForce #Respect #SurgicalStrike2
— Nikki Galrani (@nikkigalrani) February 26, 2019
BRAVO INDIA
— Rajinikanth (@rajinikanth) February 26, 2019
#SaluteIndianAirForce https://t.co/1G4RDOssu2
— Varun Tej Konidela (@IAmVarunTej) February 26, 2019
প্রসঙ্গত ১২ দিন আগে পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় শহিদ হয়েছিলেন ৪৯ জন ভারতীয় সেনা। আর এই ঘটনার পরই উত্তপ্ত হয় গোট দেশ। যোগ্য জবাবের অপেক্ষা করছিলেন দেশবাসী।
আরও পড়ুন-মুখ লুকিয়ে অনন্যার সঙ্গে কোথায় চললেন সারা! এর কারণ কি কার্তিক?