শ্যুটিং সেটে মৃত ৩, ফাঁপরে কমল হাসান! পরিচালককে জেরা সিবিআইয়ের
কোনও মন্তব্য করেননি কমল হাসান
নিজস্ব প্রতিবেদন: ইন্ডিয়ান টু-এর শ্যুটিং সেটে দুর্ঘটনা এবং তার জেরে ৩ জনের মৃত্যুর পর এবার সিনেমার পরিচালককে সমন পাঠাল সিবিআই।
রিপোর্টে প্রকাশ, ইন্ডিয়ান টু-এর শ্যুটিং সেটে দুর্ঘটনার জেরে ছবির পরিচালকের কাছে সমন পৌঁছে যায়। তারপরই শঙ্করকে ডেকে প্রায় টানা ২ ঘণ্টা জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। চিন্নাইয়ের ভিপরিতে জিজ্ঞাসাবাদ করা হয় দক্ষিণের ওই জনপ্রিয় পরিচালককে।
আরও পড়ুন : প্রিয়াঙ্কা তাঁর চেয়ে ১০ বছরের বড়, বিয়ের পর প্রথম মুখ খুললেন নিক জোনাস
জানা যাচ্ছে, ইন্ডিয়ান টু-এর শ্যুটিং সেটে যে ক্রেন দুর্ঘটনা ঘটে, তার চালক দক্ষ ছিলেন না। সেই কারণেই আচমকা শ্যুটিংয়ের সেটে ক্রেন দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : ইন্ডিয়ান টু ছবির সেটে দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১ কোটি করে সাহায্যের আশ্বাস কমল হাসানের
এদিকে ইন্ডিয়ান টু-এর সেটে দুর্ঘটনার পরই নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে দুঃখপ্রকাশ করেন শঙ্কর, কমল হাসান এবং কাজল অগরওয়াল। শুধু তাই নয়, মৃতদের পরিবারকে নগদ ১ কোটি করে সাহায্য দেওয়া হবে বলেও আশ্বাস দেন বর্ষীয়ান এই অভিনেতা। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনও দুর্ঘটনা না ঘটে, সেদিকে খেয়াল রাখা হবে বলেও জানান কমল হাসান।
#Indian2 mishap: 3 dead & 9 injured in the crane accident. The injured have been taken to a nearby hospital. Director Shankar is unhurt. pic.twitter.com/62Ux5Bav53
— Shabbir Ahmed (@Ahmedshabbir20) February 19, 2020
কমল হাসানের পাশাপাশি কাজল অগরওয়ালও ওই ঘটনায় দুঃখপ্রকাশ করেন। তিনি বেলন, ইন্ডিয়ান টু ছবির শ্যুটিংয়ে কৃষ্ণ, চন্দ্রন এবং মধু নামে যে ৩ জনের জীবন চলে গিয়েছে, তাঁদের পরিবারের প্রতি সমব্যাথী তিনি। মৃতদের পরিবারের প্রতি ঈশ্বর সহায় হন বলেও শোক প্রকাশ করেন দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রী।