মাদার টেরেসার ভূমিকায় অভিনয় করতে চান জ্যাকলিন

Updated By: Feb 15, 2015, 02:03 PM IST
মাদার টেরেসার ভূমিকায় অভিনয় করতে চান জ্যাকলিন

বলিউড এখন ভুগছে বায়োপিক জ্বরে। বিদ্যা বালন, প্রিয়ঙ্কা চোপড়া, সোনম কপূরের জুতোয় পা গলাতে চান জ্যাকলিন ফার্নান্ডেজ। না, কোনও বায়পিকে তার অভিনয় করার খবর আপাতত পাওয়া যায়নি। তবে তিনি ইচ্ছাপ্রকাশ করেছেন।

সদ্য মুক্তি পাওয়া রয় ছবির প্রচারে তাকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। উত্তরে জ্যাকলিন বলেন, "যদি কোনওদিন কোনও বায়োপিকে অভিনয় করি, তবে মাদার টেরেসার ভূমিকায় অভিনয় করতে চাইবো। সেটা দারুণ এক অভিজ্ঞতা হবে। ওনার বিষয়ে জানতে পারবো আমি। ভারতের ইতিহাসে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক চরিত্র।"

রোমান ক্যাথলিক মাদার টেরেসা ভারতে দুস্থ মানুষদের সেবায় জীবন উত্‍সর্গ করেছিলেন। মিশনারিজ অফ চ্যারিটিজ গড়ে তুলতে কলকাতা শহরকেই বেছে নিয়েছিলেন তিনি।

.