`জয় হে` : ২৫ জন খ্যাতনামা এবং সফল ব্যক্তিত্বের সাকসেস মন্ত্র
'সাকসেস হ্যাস নো শর্টকার্টস!' ২৫ জন খ্যাতনামা এবং সফল ব্যক্তিত্বের সাকসেস মন্ত্র নিয়েই বিশিষ্ট ক্রীড়াসাংবাদিক গৌতম ভট্টাচার্যের লেখা বই `জয় হে`, বিশ্বের প্রথম বাংলা ই-বই হিসেবে স্থান পেল `আমাজন কিন্ডল` ওয়েবসাইটে।
'সাকসেস হ্যাস নো শর্টকার্টস!' ২৫ জন খ্যাতনামা এবং সফল ব্যক্তিত্বের 'সাকসেস' মন্ত্র নিয়েই বিশিষ্ট ক্রীড়াসাংবাদিক গৌতম ভট্টাচার্যের লেখা বই `জয় হে`, বিশ্বের প্রথম বাংলা ই-বই হিসেবে স্থান পেল `আমাজন কিন্ডল` ওয়েবসাইটে।
কলকাতায় এই অভিনব `বুক লঞ্চ` অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড ও ক্রীড়াজগতের বহু সফল ব্যক্তিত্ব। দর্শকাসনে দেখা গেল দেব, কোয়েল, পর্নো, তনুশ্রী, স্বস্তিকা, আবির, রণদেব, রূপম, লক্ষ্মীরতন শুক্লা, সৃজিত্, গার্গী রায়চৌধুরী ও রূপা গাঙ্গুলিকে। মঞ্চে ছিলেন প্রসেনজিত্, সৌরভ, সুনীল গঙ্গোপাধ্যায় ও সৌমিত্র চট্টোপাধ্যায়। এরই মধ্যে দেব আর কোয়েল সাকসেস টিপস নিলেন বুম্বাদা আর সৌরভের কাছ থেকে!